সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ৪ এপ্রিল ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ২-১হার সেভিয়ার

R khan
এপ্রিল ৪, ২০১৮ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: লা-লিগার আগের ম্যাচে বার্সার সঙ্গে ২-২ ড্র করেছিল সেভিয়া৷ তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই ঘরের মাঠে লা-লিগার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলতে নেমেছিল স্পেনের দলটি৷ কিন্তু জার্মান ফুুটবল থামিয়ে দিল স্প্যানিশ ফুটবলের গতি৷ প্রথম লেগের ম্যাচটি ২-১ ব্যবধানে জেতে বায়ার্ন৷ সেভিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন পাবলো সার্বিয়া৷

অন্যদিকে বায়ার্নর প্রথম গোলটিতে ভাগ্যের হাত থাকলেও খেলার দ্বিতীয়ার্ধে থিয়াগো আলকানতারা অনবদ্য হেডে দলের হয়ে দু’নম্বর গোলটি করেন৷ যেখান থেকে আর সমতা ফেরাতে পারেনি সেভিয়া৷ কোয়ার্টার ফাইনালের লেগের প্রথম ম্যাচে শুরুটা বেশ ভালোই করেছিল সেভিয়া৷ ৩২ মিনিটে এসকুদেরোর ক্রসকে গোলে পরিবর্তন করেন স্প্যানিশ মিডফিল্ডার সার্বিয়া৷

৩৭ মিনিটে নিছক ভাগ্যের জোরে ম্যাচে ফেরে বায়ার্ন৷ ফ্রাঙ্ক রিবেরির শট থেকে বল গিয়ে লাগে হেসুস নাভাসের পায়ে৷ এরপর গিক পাল্টে গোলের দিকে ঢুকছিল বল ঠিক এই সময় সেভিয়ার গোল রক্ষক সোরিয়া ড্রাইভ দিয়ে গোল আটকাতে চেষ্টা করেন ৷ কিন্তু তার হাতে বল লেগে গোলের ভেতেরই ঢুকে যায় বল৷

দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ তৈরি হয়েছিল সেভিয়ার কাছে, কিন্তু দলের আর্জেন্তাইন মিডফিল্ডার কোরেয়াকে গোল করতে দেননি মার্টিনেজ৷ এরপর ৬৮ মিনিটে আলকানতারার গোলে এগিয়ে যায় বায়ার্ন৷ বায়ার্নের মাটে লেগের ফিরতি পর্ব খেলবে দল দুটি৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।