সবার আগে.সর্বশেষ  
ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কলম্বিয়ার কাছে স্পেনের হার

স্পোর্টস ডেস্ক
মার্চ ২৩, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

অনেকে বলেন, লাতিন ফুটবলের চেয়ে অনেক এগিয়ে ইউরোপের ফুটবলের। কিন্তু এই কথাটা অহরহ বলা হলেও মুখোমুখি লড়াইয়ে ল্যাতিন দলগুলো ঠিকই তাদের জাত চিনিয়ে দেয়। নিরপেক্ষ ভেন্যু লন্ডন স্টেডিয়ামে যেমন ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ল্যাতিন জায়ান্ট কলম্বিয়া।

শুক্রবার (২২ মার্চ) রাতের প্রীতি ম্যাচে প্রথমার্ধে গোল শূন্য সমতা কর দুই দল। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে গোল পেয়ে যায় কলম্বিয়া। লিভারপুলে খেলা কলম্বিয়ান তারকা লুইস দিয়াজের পাস ধরে গোল করেন ক্রিস্টাল প্যালেসের রাইট ব্যাক ড্যানিয়েল মুনোজ। ওই গোলের হাসি নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া।

একশ’র আগে সাজঘরে পাঁচ বাংলাদেশি ব্যাটার
পুরো ম্যাচে কলম্বিয়া ইউরোপের জায়ান্ট দল স্পেনের সঙ্গে সমানে সমানে লড়াই করেছে। বলের দখলে যেমন ডে লা ফুয়েন্তের দল খুব পিছিয়ে ছিল না। তেমনি আক্রমণেও সমানে সমান ছিল কলম্বিয়া। বলতে গেলে স্পেনের ফুটবল কৌশল মার খেয়েছে কলম্বিয়ার স্প্যানিশ কোচ লুয়েন্তের কাছে।

ম্যাচে কলম্বিয়া ৪২ ভাগ বল পায়ে রেখে খেলেছে। সফল পাসের ক্ষেত্রেও স্পেনের কাছাকাছি ছিল তারা। স্পেন মোট আক্রমণ করেছে ১৩টি। যদিও এর মধ্যে মাত্র তিনটি শট তারা পোস্টে রাখতে পেরেছিল। অন্য দিকে সাতবার আক্রমণ তুলে পাঁচবার স্পেনের গোলরক্ষক ডেভিড রায়াকে পরীক্ষা নিয়েছেন কলম্বিয়ানরা। সব মিলিয়ে লন্ডনে আকর্ষণীয় ম্যাচ দেখেছে দর্শকরা।

বিএ…

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।