রাজশাহী মহানগরীর দোশর মন্ডলের মোড়ে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে হানিফ হাডওয়ার্স ও আজ এন্ড সন্সের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, নগরীর দোশর মন্ডলের মোড়ে খাদেনগরীতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে দুটি দোকানে অগ্নিকান্ড
নিজস্ব প্রতিবেদক: নগরীর দোশর মন্ডলের মোড়ে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে হানিফ হাডওয়ার্স ও আজ এন্ড সন্সের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, নগরীর দোশর মন্ডলের মোড়ে খাদেমুল ইসলাম এর হানিফ হাডওয়ার্স এর দোকানে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে তা পাশে থাকা আজম এন্ড সন্স এর দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে ২০মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকানে থাকা রং, বার্নিশ, গ্যাস সিলিন্ডার ও হার্ডওয়াস সামগ্রী পুড়ে যায়। এতে প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে।
মুল ইসলাম এর হানিফ হাডওয়ার্স এর দোকানে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে তা পাশে থাকা আজম এন্ড সন্স এর দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে ২০মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকানে থাকা রং, বার্নিশ, গ্যাস সিলিন্ডার ও হার্ডওয়াস সামগ্রী পুড়ে যায়। এতে প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে।
এস/আর