ঢাকামঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে তদন্তে পিবিআই

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
এপ্রিল ১৯, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে বালু উত্তোলনে জড়িতদের খুঁজে বের করতে আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন
(পিবিআই)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে পিবিআই এর ইন্সপেক্টর ফরিদ উদ্দিন ও তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নিতাই সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে লালপুরে পদ্মা নদীর চরে তদন্তে আসেন।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে নাটোরের লালপুরের পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশিত হলে নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত লালপুরের বিচারক মো:আবু সাঈদ স্বপ্রনোদিত হয়ে গত ১৪ এপ্রিল লালপুরের পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনে কারা জড়িত তা খুঁজে বের করতে নির্দেশ দেন পিবিআইকে।

উক্ত কাজে জড়িতদের শনাক্ত,সাক্ষীদের জবানবন্দি গ্রহণ,ঘটনাস্থলের খসড়া মানচিত্র এবং সূচিপত্র
প্রস্তুত করে আগামী ৫ জুনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ রয়েছে আদালতের।

এছাড়াও ওই উপজেলায় আরও অন্য কোন নদী থেকে
বালু উত্তোলন করা হলে তা আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেয় আদালত।

তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নিতাই সাহা জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা হয়েছে, আদালতের আদেশ অনুসারে তদন্ত শেষ করে যথা সময়ে প্রতিবেদন দাখিলের লক্ষে কাজ করছেন তারা।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।