ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সাংবাদিকদের ঝুঁকি ও সুরক্ষা বিষয়ক ৫ দিনব্যাপী কর্মশালা শুরু

khobor
অক্টোবর ৩, ২০১৯ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে সাংবাদিকদের ঝুঁকি বিশ্লেষণ ও সুরক্ষা পরিকল্পনা বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী পর্যটন মোটেলে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। উপস্থিত ছিলেন, নিউজ নেটওয়ার্কের প্রোগাম স্পেশালিষ্ট রেজাউল করিম, প্রথম আলো পত্রিকার রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ, নিউজ নেটওয়ার্কের কর্মকর্তা শ্যামল কান্তি সিনহা রায় প্রমুখ। প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালায় মানবাধিকার বিষয়ে সেশন পরিচালনা করেন, নিউজ নেটওয়ার্কের প্রোগাম

স্পেশালিষ্ট রেজাউল করিম। সংবিধানে মানুষের অধিকার ও লঙ্ঘন নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। সাংবাদিকদের ঝুঁকি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ। চলতি মাসের ৭ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশাল চলবে। কর্মশালায় রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। সমাপনি দিনে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হবে।

এস/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।