সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ১১ এপ্রিল ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দেশে প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে যাচ্ছে

খবর২৪ঘন্টা ডেস্ক
এপ্রিল ১১, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

আমিন বাজারে বাংলাদেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নে ৩০ কোটি মার্কিন ডলার বা প্রায় আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চাচ্ছে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন।
নিজ দায়িত্বে প্লান্ট স্থাপনসহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে কোম্পানিটি। কারখানাটি থেকে উৎপাদিত বিদ্যুৎ তারা বিক্রয় করবে বিদ্যুৎ বিভাগের কাছে। উৎপাদিত বিদ্যুৎ বিক্রয়ের মাধ্যমে তারা তাদের ব্যয় নির্বাহ করবে।

এ ক্ষেত্রে কারখানা তৈরির জন্য সিটি করপোরেশন দেবে ৩০ একর জমি। নিয়মিত বর্জ্য সরবরাহ করবে সিটি করপোরেশন। প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনে ৩ হাজার টন বর্জ্য লাগবে কারখানায়। প্রয়োজনীয় বর্জ্য সরবরাহ করতে না পারলে উত্তর সিটি করপোরেশনকে প্রতি টন ঘাটতি বর্জ্যের জন্যে ১ হাজার টাকা হারে ক্ষতিপূরণ দিতে হবে বিনিয়োগকৃত কোম্পানি সিএফসিকে।

প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হলে পরবর্তীতে দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা এবং জেলা পর্যায়েও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা চিন্তা করবে সরকার। ৪২.৫ মেগা ওয়ার্ড ক্ষমতা সম্পূর্ণ এই বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণ নির্মাণের দায়িত্ব নেবে চীনা এই কোম্পানিটি।

বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় হবে ১৫ হাজার ৩২৫ কোটি টাকা। প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে ১৮ দশমিক ২৯৫ টাকা। আগামী ২০ মাসের মধ্যে চায়না কোম্পানিটি এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। তবে প্রকল্প স্থাপন করা হবে ২৫ বছর মেয়াদে।

তবে দেশে এই প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে যাচ্ছে।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।