সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২০
আজকের সর্বশেষ সবখবর

দেশের আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ: ইব্রাহিম খালেদ

khobor
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দেশের আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ, এ কথা আপিল বিভাগকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ।
আজ মঙ্গলবার সকালে ব্যাংকিং খাতের সার্বিক অবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিখিত বক্তব্যে একথা জানান তিনি।
এর আগে সকালে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেডের আর্থিক অবস্থার বিষয়ে ব্যাখ্যা দিতে আপিল বিভাগে হাজির হন তিনি।
ব্যাংকিং খাতে লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আপিল বিভাগ। এন আর বি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক পি কে হালদারের দুর্নীতির বিষয়ে ব্যাখ্যা দিতে গেলে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলমকে উদ্দেশ করে সর্বোচ্চ আদালত বলেন, ব্যাংক থেকে একজন লোকই সাড়ে তিন হাজার কোটি টাকা নিয়ে গেলেন, তখন কেন্দ্রীয় ব্যাংক কী করেছে? এটা শুভঙ্করের ফাঁকি কি না, সে প্রশ্নও রাখেন আপিল বিভাগ।
এদিকে ব্যাংকিং খাতের সার্বিক অবস্থা নিয়ে আপিল বিভাগে লিখিত বক্তব্য দিচ্ছেন সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ। দেশের আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা খুবই খারাপ বলে জানান তিনি।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।