সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ৩ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

তানোরের বিল্লীতে ভ্রাম্যমাণ আদালতে চারজনের জেল, ৭০ হাজার লিটার চোলাই মদ জব্দ

omor faruk
সেপ্টেম্বর ৩, ২০১৮ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহীর তানোর উপজেলার বিল্লী বাজার এলাকায় র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র‌্যাব-৫ এর ভ্রাম্যমাণ আদালতে চোলাই মদ প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির অপরাধে চারজনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে ঘটনাস্থল থেকে ৭০ হাজার ৭৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। প্রত্যেকে কে ২৫ দিনের করে সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। দণ্ড-প্রাপ্তরা হলো, রাজশাহীর তানোর উপজেলার বিল্লিহাট গ্রামের আব্দুর রহিমের ছেলে কামরুজ্জামান মন্ডল (৩৬), মৃত রেয়াজের ছেলে নাসিম (৪৫), বহড়া গ্রামের মৃত ছমির মুন্নার ছেলে শহিদুল ইসলাম মুন্না (৩৯) ও , চাঁপাইনাববগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ মনাকষা গ্রামের আব্দুল লতিফ (৪৫)। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সোয়া ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজশাহী জেলার তানোর থানাধীন বিল্লী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে দেশীমদ প্রস্তুুত, প্রক্রিয়াজাত করণ ও মজুদের অপরাধে ৪ জন কামরুজ্জামান মন্ডল , নাসিম , শহিদুল ইসলাম মুন্না, ও আব্দুল লতিফকে ৭০ হাজার ৭৫০ লিটার দেশীমদ, ২০ টি বালতি, ১২ টি ড্রাম, ২৫ টি সিলভারের পাতিল ও ১৮ টি মাটির পাতিলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ভ্রাম্যমাণ আদালতে ২৫ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করে রাজশাহী কারাগারে প্রেরণ করা হয়।

খবর২৪ঘণ্টা/এমকে 

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।