ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

কংক্রিট গ্রিন ব্রিকস কারখানা পরিদর্শনে রাসিক মেয়র

khobor
অক্টোবর ১০, ২০১৯ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে ‘শাহিন ইঞ্জিনিয়ারিং এন্ড কনসট্রাকশন কোং’ এর পরিবেশবান্ধব কংক্রিট গ্রীন ব্রিকস কারখানা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ বৃহস্পতিবার বিকেলে কারখানাটি ঘুরে দেখেন মেয়র।

এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ইট পোড়ানোয় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। আমাদেও বড় বড় ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণেরও প্রয়োজন আছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রুপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নের নিমিত্ত পরিবেশ রক্ষায় ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কংক্রিট গ্রীন ব্রিকস ব্যবহার করা যায়। এতে আমাদের পরিবেশ রক্ষা হয়।

কারখানা পরিদর্শনকালে প্রকৌশলী সিহাব, জাহাঙ্গীর, সাঈদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রিয়েল এস্টেট এন্ড ডেভেলপারস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আল-আকসা লিমিটেডের এমডি মিজানুর রহমান কাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।