ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিএসটিআই’র অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা

khobor
অক্টোবর ২৮, ২০১৯ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজশাহী মহানগর ও বাঘমারা উপজেলায় এ অভিযান চালানো হয়। গতকাল সোমবার ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর আওতায় দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউছার হামিদ এর নেতৃত্বে নগরীর ৩টি ইট ভাটায় ইটের পরিমাপ পরীক্ষা করে সঠিক পাওয়ায় জরিমানা করা হয়নি। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার, বাঘমারা জনাব শরীফ আহমেদ

এর নেতৃত্বে আরও একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে পরিমাপে কম প্রদান করায় মেসার্স ভবানীগঞ্জ ফিলিং স্টেশন কে ৫০ হাজার টাকা এবং মেসার্স রোকেয়া ফিলিং স্টেশন কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতীত ও মোড়কজাত নিবন্ধন সনদ ব্যতীত পাউরুটি, বিস্কুট ও কেক উৎপাদন, বিক্রয় ও বিতরণ করায় মেসার্স মৌ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী; নিউ কুমিল্লা বেকারী এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।