ঢাকারবিবার , ৩ নভেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী পলিটেকনিক অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ভার্সন
নভেম্বর ৩, ২০১৯ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী পলিটেকনিক প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদকে ছাত্রলীগ রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দেওয়ার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টা দিকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন। এদিকে এঘটনায় জড়িত সন্দেহে আটক ২৫ জনের মধ্যে ৫ জনকে ভিডিও ফুটেজ ও অধ্যক্ষের তথ্যে চিহ্নিত করে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। চন্দ্রিমা থানার ওসি

গোলাম মোস্তফা জানান, গ্রেফতারকৃতরা সবাই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত।এর আগে শনিবার দুপুরে নিজ কার্যালয়ে যাওয়ার সময় কলেজ ক্যাম্পাসে তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে পুকুরের পানিতে ফেলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে সাঁতার জানার কারণে প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ ফরিদ উদ্দীন। পরে এই ঘটনায় রাতেই অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ বাদী হয়ে ছাত্রলীগের নেতাকর্মীর নাম উল্লেখসহ ৫০ জন অজ্ঞাত শিক্ষার্থীর নামে মামলা করেন। 

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।