ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে হত্যা মামলার ৭ আসামী গ্রেফতার

khobor
অক্টোবর ২০, ২০১৯ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে সেলিম নামের এক যুবক হত্যা মামলার ৭ আসামী আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামীরা হলো, নগরীর শাহমখদুম থানা এলাকার ঝুমর, আলাল, নওশাদ, শাজাহান, রাজ্জাক, উজ্জ্বল ও আজাদ। মোট ২১ জন আসামীর মধ্যে এ ৭ জনসহ ১৯ জন আসামী গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। বাকি দুইজন পলাতক রয়েছে। জানা গেছে, গতকাল রোববার সকালে নগরীর শাহমখদুম থানাধীন ভুগরইল পশ্চিমপাড়া এলাকার হান্নানের ছেলে সেলিম হত্যা মামলার প্রধান আসামীসহ ৭ জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ উপস্থিত

হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক আসামীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করে নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, হত্যা মামলার ৭ আসামী আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামীদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। হত্যা মামলায় ২১ আসামীর মধ্যে ১৯ জন কারাগারে রয়েছে। বাকি দুইজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত জুলাই

মাসের ২৬ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে আসামীরা সেলিমের বাড়িতে হামলা চালিয়ে পিতা-পুত্রকে কুপিয়ে আহত করে। আহতবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হয়। এরপর সেলিমের বাবা হান্নান বাদী হয়ে ২১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।