ঢাকাসোমবার , ৮ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে একদিনের ব্যবধানে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় সবজির দাম বেড়েছে দ্বিগুণ

omor faruk
জুলাই ৮, ২০১৯ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে মাত্র একদিনের ব্যবধানে দেশি পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় সবজির দাম দ্বিগুণ হারে বেড়েছে। এতে কম আয়ের মানুষেরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। বিশেষ করে গতকাল রোববার থেকে হঠাৎ করেই পেঁয়াজ ও সবজির দাম হুট করে বেড়ে যায়। নগরীর বিভিন্ন বাজার ঘুরে পেঁয়াজ ও সবজির দাম বেড়ে যাওয়ার বিষয়টি জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার থেকে রাজশাহী মহানগরসহ আশেপাশের উপজেলায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে রাজশাহীর জনজীবন কিছুটা ব্যহত হলেও

আমন ধান রোপনের জন্য তা খুব উপকারী। বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই দেশি পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় সবজির দাম বাড়তে শুরু করে। সোমবার হঠাৎ করেই রাজশাহীতে পেঁয়াজসহ অন্যান্য সবজির দাম দ্বিগুণ হয়ে যায়। সোমবার রাজশাহী মহানগরীর কাঁচা বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, দেশি ৩০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা থেকে ৪৮ টাকায়। অথচ মাত্র দু’একদিন আগেও এই পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ টাকার মধ্যে। সবজির মধ্যে ২০ টাকা কেজির আলুর দাম বেড়ে হয়েছে ২৫ থেকে ২৮ টাকা, ১০ থেকে ১৫ টাকার চাল কুমড়ার দাম হয়েছে ২৫ থেকে ৩০ টাকা, ১০

থেকে ১২টাকা কেজির পটলের দাম বেড়ে হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা, ২০ টাকা কেজির করলার দাম বেড়ে হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা, ২০ টাকা কেজির বেগুনের দাম বেড়ে হয়েছে ৪০ টাকা, ১০ থেকে ১৫ টাকা কেজির ভেন্ডির দাম বেড়ে হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা, ১৫ টাকা কেজির পুঁইশাকের দাম বেড়ে হয়েছে ২০ থেকে ২৫ টাকা। এ ছাড়া লাল ও

পেঁয়াজ

সবুজ শাকের দামও বেড়েছে। প্রকার ভেদে রসুন ও আদার দামও কিছুটা বেড়েছে। এদিকে, হঠাৎ করেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়া চরম ভোগান্তির মধ্যে পড়েছেন কম আয়ের মানুষজন। কারণ যেভাবে সবিজর দাম বেড়েছে সেই পরিমাণ আয় তাদের বাড়েনি। রাজশাহী মহানগরীর সাহেব বাজারে সবজি কিনতে আসা আব্দুল্লাহ

নামের এক ক্রেতা অভিযোগ করে বলেন, বৃষ্টি হতেই পরে এজন্য একদিনেই এত দাম বাড়বে কেন? দাম বেশি হওয়ায় আমাদের মতো কম আয়ের মানুষের অনেক সমস্যা হচ্ছে। এ নিয়ে প্রশাসরে পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া জরুরী। রবিউল নামের আরেক ক্রেতা বলেন, এভাবে নিত্য প্রয়োজনীয় সবজির দাম বাড়তে থাকলে আমাদের মতো কম আয়ের মানুষ যারা আছেন তাদের জন্য সমস্যা হবে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় দাম বাড়িয়ে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশন বাজারে সবজি কিনতে আসা সায়মা নামের এক নারী ক্রেতা বলেন, বৃষ্টি হলেই যে সবকিছুর দাম এভাবে বেড়ে যাবে তা কি করে হয়? যারা বিনা কারণে দাম বাড়িয়ে দিচ্ছে

তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া উচিত। এ ব্যাপার দ্রত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তবে ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা নিজেদের ইচ্ছাতেই দাম বাড়ানোর কথা অস্বীকার করে বলেন, পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা বাজারেও দাম বেড়ে গেছে। আমদানি কম হলেও দাম বাড়ে। কম টাকায় কিনতে পারলে কম দামেই বিক্রি করা হবে। এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক বলেন, বৃষ্টির সময় আমদানি কম থাকে বলে দাম কিছুটা বাড়ে। তবে কেউ যাতে দাম না বাড়াতে পারে সে জন্য বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।