ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু, মেলেনি পরিচয়

khobor
অক্টোবর ৫, ২০১৯ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর শাহমখদুম মাজারের গেটের সামনে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স (৬০) বছর। মাজারের গেটের সামনের স্লাপের উপর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বোয়ালিয়া মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বোয়ালিয়া থানার এসআই আব্দুল মতিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার

দিকে পুলিশ অজ্ঞাতনামা ওই বৃদ্ধের লাশটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে লাশটি হাসপাতালে রয়েছে। মৃত্যু হওয়ার পর দু’দিন পার হয়ে গেলেও ওই বৃদ্ধের পরিচয় মেলেনি বা কেউ তার খোঁজ নিতে হাসপাতালে যায়নি। মৃত বৃদ্ধ গত দুই আড়াই মাস ধরে মাজারের গেটে থাকতো বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। আগামীকাল রোববার ৬ অক্টোবর দুপুর ১২ টার মধ্যে তার সন্ধান নিতে কেউ না আসলে লাশটি কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা

হবে। নগরীর বোয়ালিয়া মডেল থানার এসআই আব্দুল মতিন বলেন, মাজারের গেটে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো তার সন্ধান নিতে কেউ আসেনি। রোববার দুপুর ১২টার মধ্যে সন্ধান না পাওয়া গেলে কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এস/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।