ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

মোদিকে ‘ফাদার অব ইন্ডিয়া’ বললেন ট্রাম্প

অনলাইন ভার্সন
সেপ্টেম্বর ২৫, ২০১৯ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফাদার অব ইন্ডিয়া বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তাকে রকস্টার এলভিস প্রেসলির সঙ্গেও তুলনা করেছেন।

রবিবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের রাজধানী হিউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত হন। সঙ্গে হাজির ছিলেন প্রায় ৫০ হাজার প্রবাসী ভারতীয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাম্প ও মোদি। অনুষ্ঠানে হাজির থাকার জন্য টুইট করে ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদি।

মঙ্গলবার নিউইয়র্কে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে মোদিকে একের পর এক বিশেষণে ভরিয়ে দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘উনি একজন ভদ্রলোক ও মহান নেতা। আমার বেশ মনে আছে যে আগে ভারতের অবস্থা ছিল খুবই খারাপ।’

‘সেখানে মানুষের মধ্যে অসন্তোষ-দ্বন্দ্ব ছিল কিন্তু মোদি সবাইকে একজোটে নিয়ে কাজ করে চলেছেন। বাবা যেমন সবাইকে আগলে একসঙ্গে নিয়ে চলে, মোদিও তাই করছেন। আমরা তো ফাদার অব ইন্ডিয়াই বলি।’

খবর২৪ঘণ্টা, এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।