ঢাকাবৃহস্পতিবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরের বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে শতাধিক ঘর

অনলাইন ভার্সন
ফেব্রুয়ারি ২৮, ২০১৯ ৮:২২ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক: মিরপুরের ভাসানটেক থানাধীন জাহাঙ্গীর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিটের চেষ্টায় বুধবার দিনগত রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত আগুন নেভানোর কাজ শেষ হয়নি বলে তিনি জানান। আগুনে পুড়ে গেছে শতাধিক বাড়ি। এ ছাড়া আগুনের সূত্রপাত কীভাবে সেটাও এখনও জানা যায়নি। এর আগে রাত দেড়টার দিকে জাহাঙ্গীর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিআরপি হাসপাতালের পাশে ওই বস্তিতে প্রায় এক লাখের মতো বাসিন্দা থাকে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভাসানটেক থানার উপপরিদর্শক আবু জাফর তালুকদার মানিক জানান, বস্তিটিতে বহু মানুষের বাস। আগুন লাগার পর বিপুলসংখ্যক মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানান তিনি।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।