ঢাকাশুক্রবার , ১৫ নভেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় ভাসছে ভেনিস, জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ভার্সন
নভেম্বর ১৫, ২০১৯ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে ভেনিস নগরীতে জরুরি অবস্থা জারি করেছেন। প্রায় পুরো নগরী পানিতে তলিয়ে যাওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন। বন্যায় ওই নগরীতে এ পর্যন্ত দুই জন প্রাণ হারিয়েছে।

জরুরি অবস্থা ঘোষণার আগে দেশটির সংসদে তা অনুমোদন করা হয়। ভেনিস হচ্ছে বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণস্থল। ভেনিস নগরীতে গত ৫০ বছরে এতে বেশি পানি উঠেনি।
নগরীর ৮০ শতাংশই পানিতে তলিয়ে গেছে। ১৯৬৬ সালের পর এবার পানির উচ্চতাও সর্বোচ্চে পৌঁছেছে। জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাবমতে, ভেনিসে এবার পানি সর্বোচ্চ ১ দশমিক ৮৭ মিটার (৬ ফুট) উচ্চতায় উঠেছে।

এর আগে ১৯২৩ সাল থেকে রেকর্ড শুরু হওয়ার পর ১৯৬৬ সালে ভেনিসে জোয়ারের পানির উচ্চতা হয়েছিল ১ দশমিক ৯৪ মিটার। জোয়ারে ভেনিসের ঐতিহাসিক ব্যাসিলিকা, শহরের প্রাণকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অনেক এলাকা এবং সরু গলিপথ পানিতে তলিয়ে গেছে।
ভেনিসের মেয়র লুইজি ব্রুগনারো জোয়ারের পানির উচ্চতা এত বেশি বেড়ে যাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। এ বন্যা ভেনিসের বুকে ‘স্থায়ী চিহ্ন’ রেখে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

খবর২৪ঘণ্টা, এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।