ঢাকাবুধবার , ৩ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ফেনসিডিলসহ পুলিশ কর্মকর্তা ধরা!

অনলাইন ভার্সন
জুলাই ৩, ২০১৯ ৮:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: যশোর সীমান্তে সাদা পোশাকে ফেনসিডিলসহ ধরা পড়েছে ফতেউর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শক। স্থানীরা তাকে আটকে রাখে। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে হেফাজতে নেন।

মঙ্গলবার সন্ধ্যায় শার্শা উপজেলার পাকশিয়া কলেজ এলাকায় এ কর্মকর্তা ফেনসিডিলসহ ধরা পড়ে। অভিযুক্ত এসআই ফতেউর রহমান ঝিকরগাছা থানায় কর্মরত বলে জানা গেছে।

ঝিকরগাছার কাশিপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার ওসমান জানান, সন্ধ্যার দিকে খবর পান পাকশিয়া ডিগ্রি কলেজ এলাকায় সাদা পোশাকে এসআই ফতেউর রহমানকে ফেনসিডিলসহ আটকে রেখেছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে ক্যাম্পে আনা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান। পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জেনেছি।

ঝিকরগাছা থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ‘কাশিপুর সীমান্তের পাশেই শার্শার পাকশিয়া বাজার এলাকায় একদল ব্যক্তি ফেনসিডিল খেতে যায়। তাদের মারপিট করে এলাকাবাসী আটকে রাখে। খবর পেয়ে সেখানে যায় এসআই ফতেউর। তখন মাদকসেবীদের ফেনসিডিল ফতেউর রহমানের গাড়িতে দেখতে পায় এলাকাবাসী।

এ সময় তাকেও আটকে রাখে। এরপর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করে। পরে ক্যাম্প থেকে তাকে উদ্ধার করেছি। প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক বলেন, ‘সাদা পোশাকে কেন সেখানে গিয়েছিল, তদন্ত করছি। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।