ঢাকাবৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিকের ক্লাস নিয়ে সিদ্ধান্ত মন্ত্রণালয়ের

খবর২৪ঘন্টা ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২২ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

করোনার সংক্রমণ বাড়লেও ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে প্রাক-প্রাথমিকে সশরীরে ক্লাস বন্ধ থাকবে। এ সময় অনলাইনে ক্লাস চালানোর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মনীষ চাকমা।
তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) অধিদপ্তর ও মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহে ৬ দিন ক্লাস হবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এবং ২ দিন করে ক্লাস হবে অন্যদের।

এদিকে শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনার প্রক্রিয়া চলছে। ৩১ জানুয়ারির মধ্যে ১২ বছরের বেশি সব শিক্ষার্থীকে টিকাদান সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।