ঢাকাবুধবার , ১১ ডিসেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ত্রিপুরা, মোবাইল ইন্টারনেট বন্ধ

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১১, ২০১৯ ৮:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশের পর এর বিরুদ্ধে সহিংস বিক্ষোভের মুখে ত্রিপুরায় ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট এবং এসএমএস সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সোমবারই গোটা উত্তর পূর্ব ভারতে বিক্ষোভ শুরু করে বনধ ডাকে নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন সহ একাধিক ছাত্র সংগঠন। দুদিনের বনধে অচল হয়ে পড়েছে আসাম, ত্রিপুরা।

আসামের কয়েকটি এলাকাসহ ত্রিপুরারও একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে। ১১ ঘণ্টার বনধ চলাকালে সহিংসতার ঘটনার পর ত্রিপুরায় মোবাইল, ইন্টারনেট বন্ধের পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি।

এএনআই বার্তা সংস্থা সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, “বিক্ষোভের মধ্যে স্যোশাল মিডিয়ায় গুজব ছড়িয়ে বিক্ষোভ উস্কে দেওয়ার চেষ্টা চলছে বলে রাজ্য পুলিশ ধরতে পারার পর ইন্টারনেট মোবাইল এবং এসএমএস সেবা বন্ধ করা করা হয়েছে।”
রাজ্যে যাতে অশান্তির আগুন না ছড়িয়ে পড়ে তা ঠেকাতেই এ পদক্ষেপ বলে জানিয়েছে সরকার।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।