ঢাকারবিবার , ১৪ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে ফরস্টার ক্লিনিক মালিকের ১ লাখ টাকা অর্থদন্ড

অনলাইন ভার্সন
জুলাই ১৪, ২০১৯ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে অনুমোদন বিহীন ফরস্টার ক্লিনিক মালিকের ১লাখ টাকা অর্থদন্ড ও প্রতিষ্ঠানটি সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে দুর্গাপুর উপজেলার শেষ ও বাগমারার তাহেরপুর সংলগ্ন গোপালপাড়া গ্রামে ফরস্টার ক্লিনিকে অভিযান চালিয়ে এ রায় দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী গ্রাম গোপালপাড়ায় মিজানুর রহমান নামের এক ব্যবসায়ী অনুমোদন বিহীন ফরস্টার ক্লিনিক খুলে রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন। রোববার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার ফরস্টার ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। এ সময় ক্লিনিকের লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ধারা মোতাবেক ক্লিনিক মালিক মিজানুর রহমানের ১লাখ টাকা অনাদায়ে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়াও ক্লিনিকটি অনুমোদন না পাওয়া পর্যন্ত সিলগালা করে দেয়া হয়। পরে দন্ড প্রাপ্ত ক্লিনিক মালিক ভ্রাম্যমান আদালতে ১লাখ টাকা দিয়ে ছাড়া পান।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।