ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে ৪৮তম জাতীয় দিবসের আগেই মুক্তি পাচ্ছে ৬৭৪ জন বন্দি

অনলাইন ভার্সন
নভেম্বর ২৯, ২০১৯ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:  সংযুক্ত আরব আমিরাতের হাইজেনাইজ শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক সংযুক্ত আরব আমিরাতের ৪৮তম জাতীয় দিবসের আগেই কারা বন্দিদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বুধবার দুবাই মিডিয়া অফিস থেকে জারি করা একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে দুবাইয়ের শাস্তিমূলক ও সংশোধনমূলক বিচারকার্য থেকে ৬৭৪ জন বন্দিকে মুক্তি দেওয়ার আদেশ করেন। দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল ইসাম আল হুমায়দান বলেছেন, শেখ মোহাম্মদের ইসলামী ও জাতীয় অনুষ্ঠানে বন্দিদের ক্ষমা করার সিদ্ধান্তটি ক্ষমাশীল বন্দিদের সমাজে পুনরায় সংহত করার সুযোগ দেওয়ার ব্যাপারে তার আগ্রহের প্রতিফলন ঘটায়।

আল হুমায়দান বলেছেন, দুবাই পাবলিক প্রসিকিউশন আদেশটি বাস্তবায়নের জন্য দুবাই পুলিশের সাথে সমন্বয় করে আদেশটি কার্যকর করেছে।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।