সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ৬ ডিসেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় দিনেও বৃষ্টির কবলে ঢাকা টেস্ট।

bulbul ob
ডিসেম্বর ৬, ২০২১ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

তৃতীয় দিনেও বৃষ্টির কবলে ঢাকা টেস্ট। সারারাত বৃষ্টি হওয়ায় মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়েছে। সকাল থেকে বৃষ্টি অব্যাহত থাকায় তৃতীয় দিনের খেলা শুরু হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। বাংলাদেশ ও পাকিস্তানের খেলোয়াড়দের পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত হোটেলেই অবস্থান করতে বলেছেন ম্যাচ রেফারি। তাই ক্রিকেটাররা মাঠে না গিয়ে হোটেলেই অবস্থান করছেন।

পর্যবেক্ষণ শেষে সকাল ১০টায় পরবর্তী করণীয় জানাবে ম্যাচ রেফারি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের মিডিয়া ম্যানেজার ইবরাহিম বাদিস।
আগের দুদিনও বৃষ্টির বাধায় পড়ে দুদলের শেষ টেস্টটি। প্রথম দিন ৫৭ ওভার ও দ্বিতীয় দিন মাত্র ছয় ওভার দুই বল খেলা হয়। এর মধ্যে ২ উইকেটে ১৮৮ রান করেছে পাকিস্তান। বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রানে অপরাজিত আছেন।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রতিক্রিয়ায় সারাদেশের আবহাওয়া জানাচ্ছে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি আজ তো বটেই মঙ্গলবার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ, গুঁড়ি বৃষ্টি এবং ভেজা মাঠের পরিস্থিতি ধারণা দিচ্ছে ঢাকা টেস্টের তৃতীয়দিনের খেলার সম্ভাবনা ভীষণ ক্ষীণ।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।