ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

জেএসসি পরীক্ষা উপলক্ষে মিছিল ও অস্ত্র বহনে আরএমপির নিষেধাজ্ঞা

khobor
অক্টোবর ৩১, ২০১৯ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের ২০০ গজের মধ্যে মিছিল-সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন এবং একসাথে চারজনের অধিক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য

জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং এসএসসি/দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণী সমাপনি পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত নগরীর ২৭টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষা চলাকালীন সময় সকল প্রকার মিছিল, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরক দ্রব্য ও সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন এবং চারজনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।