ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গি হামলার আশঙ্কায় দিল্লিতে হাই অ্যালার্ট

অনলাইন ভার্সন
অক্টোবর ৩০, ২০১৯ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: আগামীকাল কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। সেই পরিকল্পনা ভেস্তে দিতে হামলা চালাতে পারে। কেন্দ্রীয় গোয়েন্দারা এমন আশঙ্কা করে নির্দিষ্ট তথ্য দেওয়ার পরেই রাজধানী দিল্লিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার জন্য চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সব ক’টি নিরাপত্তা সংস্থাকে চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে। বাড়ছে টহল ও নজরদারি।

এদিকে দক্ষিণ কাশ্মীরের কুলগামে গতকাল সন্ধ্যায় জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন ৫ শ্রমিক। আহত হয়েছেন আরও একজন। হতাহতরা পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। জীবিকার তাগিদে তারা কাশ্মীরে গিয়েছিলেন।

কাশ্মীর পুলিশ সূত্রের খবর, সন্ধ্যায় শ্রমিকদের লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা গুলি চালালে ৫ শ্রমিক নিহত হন। প্রাথমিক খোঁজ-খবর নিয়ে পুলিশ জানতে পারে, নিহতরা বাংলার বাসিন্দা। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। -এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা

খবর২৪ঘণ্টা, এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।