ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট প্রস্তুত, শনিবার সরকারের কাছে হস্তান্তর

khobor
এপ্রিল ৯, ২০২০ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত পদ্ধতি ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ (এজ ঈড়ারফ-১৯ উড়ঃ ইষড়ঃ) দিয়ে মাত্র ১৫ মিনিটেই করোনাভাইরাস শনাক্ত করা যাবে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন জিআর কোভিড-১৯ ডট ব্লোট প্রকল্পের কো-অর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত পদ্ধতি জিআর কোভিড-১৯ ডট ব্লোটের নমুনা আগামী শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে।

ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীর বিক্রম মিলনায়তনে এ হস্তান্তর অনুষ্ঠানটি হবে।

সেইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ) এবং মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সিডিসি (ঈউঈ) কেও নমুনা হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র।
গত ৫ এপ্রিল চীন থেকে রিএজেন্ট আসার পর গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা জিআর কোভিড-১৯ ডট ব্লোটের স্যাম্পল তৈরির কাজ শুরু করেন। ড. বিজন কুমার শীলের নেতৃত্বে একদল বিজ্ঞানী দিন/রাত সেখানে কাজ করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ধাপে চীন থেকে আসা রিএজেন্ট দিয়ে ১০ হাজার স্যাম্পল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পুরো কাজটা শেষ করে শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় স্যাম্পলগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের হাতে তুলে দেবেন গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।