ঢাকাবৃহস্পতিবার , ১৬ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গঙ্গার-পদ্মার পানি সংকটের বিষয় আন্তর্জাতিক ফোরামে তোলার দাবি

omor faruk
মে ১৬, ২০১৯ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার রাজশাহীতে ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনা সভায় বক্তারা গঙ্গার পানি সংকটের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে তোলার দাবি করেন। তাঁরা বলেন, এযাবত দ্বিপাক্ষিক চুক্তিতে যেহেতু গঙ্গার নায্য হিস্যা বাংলাদেশ বুঝে পাচ্ছে না, সেহেতু এটি বিশ^সংস্থায় উত্থাপনের কোন বিকল্প দেখা যাচ্ছে না।নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ-এর উদ্যোগে গতকাল বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট নদী গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ও জাতীয় নদী

কমিশনের সদস্য সাজেদুর রহমান। প্রধান আলোচক নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ-এর সভাপতি এড. এনামুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন-আরইউজে সভাপতি সাংবাদিক সরদার আবদুর রহমান। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ড্যাব-এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ডা: ওয়াসিম হোসেন, সাবেক এমপি জাহান পান্না, বিশিষ্ট রাজনীতিক এড. শফিকুল হক মিলন, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক এড. হোসেন আলী পিয়ারা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক মাসুদ পারভেজ রানা, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের

সাধারণ সম্পাদক জামাত খান, সমাজসেবী সরদার সিরাজুল করিম, সমাজসেবী তৌফিকুর রহমান লাবলু, ছাত্রনেতা এস এম ইয়াসিন আরাফাত ও জিন্নাত আরা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য সচিব এড. আবু মোত্তালেব বাদল। মূল প্রবন্ধে সরদার আবদুর রহমান গঙ্গার উপর ভারতের অসংখ্য বাঁধ-ব্যারেজ নির্মাণ করে বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত রাখার এবং গঙ্গার ব্যাপক দূষণের বিবরণ তুলে ধরেন। এসব বাঁধ-ব্যারেজ অপসারণ করে গঙ্গার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।