সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত যুবরাজের

R khan
ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: তাঁর ৩৬২ রান ও ১৫ উইকেট প্রায় ২৮ বছর পর দ্বিতীয়বারের জন্য ভারতকে ক্রিকেট বিশ্বকাপ এনে দিয়েছিল৷ কিন্তু শেষ কয়েক বছর সঙ্কটে রয়েছে যুবরাজ সিং-এর ক্রিকেট কেরিয়ার৷ বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি৷ এবার ক্রিকেট থেকে সন্ন্যাসের ইঙ্গিত দিলেন পঞ্জাব দা পুত্তর৷

২০১১ ক্রিকেট বিশ্বকাপে চারটি ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া ছাড়াও সিরিজ সেরা হয়েছিলেন যুবরাজ সিং৷ কিন্তু ভাগ্যের পরিহাসে পরের বছরই ধরা পড়ে মারন ক্যানসার৷ সেখান থেকে ক্রিকেটে ফিরলেও আগের ফর্ম ফিরে পাননি যুবরাজ৷ ২০১৮ দক্ষিণ আফ্রিকা সফরেও বিরাটের দলে জায়গা হয়নি তাঁর৷

২০১৫ এবং ১৬ সালে আইপিল নিলামে সর্বাধিক দর পাওয়া বাঁহাতি অল-রাউন্ডার এই মরসুমের আইপিএল নিলামে কোনক্রমে সুযোগ পেয়েছেন কিংস ইলেবেন পঞ্জাবে৷ তবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা বললেও ২০১৯ পর্যন্ত খেলতে চান যুবি৷

লরিয়াস পুরস্কারের মঞ্চ থেকে নিজের ক্রিকেট কেরিয়ারের বিষয়ে তিনি জানান, ‘আমি ২০১৯ পর্যন্ত খেলা চালিয়ে নিয়ে যেতে চাই৷ এই মরসুমের আইপিএলে আমি ভালো পারফর্ম করতে চাই কারণ ওটাই একমাত্র মঞ্চ যেটা আমাকে ২০১৯ পর্যন্ত খেলার সুযোগ করে দেবে৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।