ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

ক্যালিফোর্নিয়ায় লাগামহীন দাবানল, জরুরি অবস্থা জারি

অনলাইন ভার্সন
অক্টোবর ২৮, ২০১৯ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: তীব্র বাতাসে লাগামহীন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার চলমান ভয়াবহ দাবানল। মন পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসোম।

ক্যালিফোনির্য়ার উত্তরাঞ্চলের এক লাখ ৮০ হাজার বাসিন্দাকে বাসস্থান ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দলে দলে মানুষ অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা ছাড়ছেন। এর ফলে বিভিন্ন সড়কে দেখা গেছে যানবাহনের ভিড়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

লাখো বাড়িঘর দাবানলে পুড়ে যাওয়ার হুমকির মুখে রয়েছে। বিপদ এড়াতে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গতকাল রোববার সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পর ১০ লাখ মানুষ অন্ধকারে ডুবে রয়েছেন। আরো অন্তত ১০ লাখ মানুষ এমন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন। স্মরণকালের মধ্যে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে আগে কখনো এত মানুষ একসঙ্গে বিদ্যুৎবিচ্ছিন্ন হননি।

ফলে দাবানল নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের এই বড় ধরনের অসুবিধা নিয়েও সমস্যার মুখে প্রশাসন। সেইসঙ্গে ঘর ছেড়ে আসা মানুষের নিরাপদ আশ্রয় দেওয়ার চিন্তা তো আছেই।

এসবের মধ্যেই আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় আরো ছেয়ে গেছে ক্যালিফোর্নিয়ার আকাশ।

বিদ্যুৎ না থাকায় বাইরের দুনিয়ার সঙ্গে এ অঞ্চলের বাসিন্দাদের যোগাযোগ নেই বললেই চলে। এ অবস্থায় পরিস্থিতি ঠিক কতটা খারাপ কিংবা কোন এলাকাটি নিরাপদ, জানা প্রায় অসম্ভব হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের জন্য। ফলে দুর্যোগ মোকাবিলায় তেমন পূর্বপ্রস্তুতিও নিতে পারছেন না অনেকেই। হঠাৎই আগুন কাছে চলে আসতে দেখে বিনা প্রস্তুতিতে পালাতে হচ্ছে বহু মানুষকে। বয়স্ক মানুষ ও শিশুদের নিয়ে বিপদে পড়ছেন অনেকে।

জানা গেছে, প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক (পিজিঅ্যান্ডই) নামের একটি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা থেকে সূত্রপাত হয় আগুনের। যার জেরে ছড়িয়ে পড়ে দাবানল। যদিও পিজিঅ্যান্ডই এ বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

এদিকে যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া বিভাগ জানিয়েছে, একটি শক্তিশালী বায়ুঝড়ের প্রকোপে ক্যালিফোর্নিয়ার বাতাসে উত্তপ্ত হয়ে উঠেছে। ঘণ্টায় ৯০ মাইল বেগে বইছে এ বায়ুঝড়।

খবর২৪ঘণ্টা, এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।