ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরে তুমুল গোলাগুলি, ভারতীয় ২ সেনাসহ নিহত ৩

অনলাইন ভার্সন
অক্টোবর ২০, ২০১৯ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

খবর২ ৪ঘণ্টা,  ডেস্ক: ভারত শাসিত জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের সঙ্গে তুমুল গোলাগুলিতে কমপক্ষে দুই ভারতীয় সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন বেসামরিক নাগরিক।
এই গোলাগুলির ঘটনায় দুটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আজ রোববার জানায় পুলিশ।
কুপওয়ারা জেলার তানগড় সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর এই সংঘাতের ঘটনা ঘটে বলে জানায় দ্য হিন্দু ও এনডিটিভি।
গত সপ্তাহে কাশ্মীরের বারামুল্লা এবং রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর একই ধরনের গোলাগুলির ঘটনায় দুই ভারতীয় সেনা নিহত হন বলে এনডিটিভি জানিয়েছে।
প্রসঙ্গত, বিজেপি সরকার গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের রাজ্য ও বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রায়শই সংঘাতে জড়াচ্ছে দুই দেশের সেনাবাহিনী।
সীমান্তে যুদ্ধবিরতি থাকলেও দুই দেশের সেনারা সেটা উপেক্ষা করেই সংঘাতে জড়াচ্ছে। আর যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য পরস্পরকে দায়ী করে আসছে ভারত ও পাকিস্তান।

খবর ২৪ঘণ্টা/ জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।