সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

আইসিসি’র অনুরোধ রাখল না বিসিসিআই

R khan
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আইপিএলের সূচি বদল সংক্রান্ত বিষয়ে ইন্টারন্যাশনল ক্রিকেট কাউন্সিলের অনুরোধ রাখল না ভারতীয় ক্রিকেট বোর্ড। কেন আইপিএলের সূচি বদলের জন্য বিসিসিআইকে অনুরোধ করেছিল আইসিসি?

২২ থেকে ২৬ এপ্রিল কলকাতায় বসতে চলেছে আইসিসি’র বার্ষিক সাধারণ বৈঠক। ওই সময়সীমার মধ্যে আইপিএলের সূচিতে একটু রদবদল করার জন্য বিসিসিআইকে অনুরোধ করেছিল আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা চেয়েছিল, ২২ থেকে ২৬ এপ্রিল কলকাতায় আইসিসির বৈঠকের সময় কলকাতার ফ্র্যাঞ্চাইজি দলের কোনও ম্যাচ যদি ইডেন গার্ডেন্সে করা যায়। সেক্ষেত্রে কলকাতায় বৈঠকে যোগ দিতে আসা আইসিসি-র প্রতিনিধিরা সকলে নাইটদের আইপিএলের একটি ম্যাচ দেখার সুযোগ পেয়ে যাবেন।

এদিকে সূচি অনুযায়ী ১৪ এপ্রিল কলকাতায় খেলার পর আবার নাইটদের হোম ম্যাচ ৩ মে। ২২ থেকে ২৬ এপ্রিল হায়দরাবাদ, ইন্দোর, মুম্বই, বেঙ্গালুরু এবং জয়পুরে আইপিএলের ম্যাচ রয়েছে। বিসিসিআই-এর যুক্তি, একটি ম্যাচের সূচি পরিবর্তন করা হলে গোটা টুর্নামেন্টের তার প্রভাব পড়বে। তাই আইপিএলের সূচি আর বদল করা সম্ভব নয়। এই বার্তা ইতিমধ্যেই আইসিসি-র কাছে পৌঁছে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।