1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সঞ্জয় দত্তের ৩০৯তম গার্লফ্রেন্ড ২৯ বছরের কৃতি! - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ জানয়ারী ২০২৫, ০:১২ অপরাহ্ন

সঞ্জয় দত্তের ৩০৯তম গার্লফ্রেন্ড ২৯ বছরের কৃতি!

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

বিনোদন ডেস্ক: এবার ৩০৯তম প্রেমিকার দেখা মিলল সুপারস্টার সঞ্জয় দত্তের! কি, অবাক হচ্ছেন? এর আগে ৬০ বছর বয়সী বলিউডের ‘সঞ্জুবাবা’ স্বীকার করেছিলেন, ৩০৮ জন প্রেমিকা এসেছে তাঁর জীবনে।
ইতিহাস-আশ্রিত ‘পানিপথ’ চলচ্চিত্র দিয়ে ফের রুপালি পর্দা মাতাতে চলেছেন সঞ্জয় দত্ত। এ ছবিতে আরো অভিনয় করেছেন কৃতি শ্যানন ও অর্জুন কাপুর। সম্প্রতি ছবির প্রচারের জন্য জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত, সঙ্গে ছিলেন কৃতি শ্যানন। সেখানেই সঞ্জয় বলেন, ২৯ বছরের কৃতি তাঁর ৩০৯তম প্রেমিকা হতে পারেন।

মুম্বাই মিররের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, ওই শোতে সঞ্চালক কপিল শর্মা সঞ্জয়ের ৩০৮ জন প্রেমিকার কথা উল্লেখ করেন, এর আগে এ তারকার জীবনীভিত্তিক ছবি ‘সঞ্জু’-তে জানানো হয়েছিল, জীবনে ৩০৮ জন নারীর সঙ্গে প্রেম করেছেন। সেই প্রসঙ্গে টানলে উত্তরে সঞ্জয় বলেন, এখনো তিনি প্রেমিকার সংখ্যা গণনা করেন। ছবিতে কৃতি শ্যাননের পারফরম্যান্সে মুগ্ধ তিনি। আর তাই চাইলেই সহজে এ নায়িকা তাঁর ৩০৯তম প্রেমিকা হতে পারেন। ‘পানিপথ’-এ সদাশিব রাওয়ের স্ত্রী পার্বতী বাঈয়ের ভূমিকায় দেখা যাবে কৃতি শ্যাননকে। ছবিতে আহমাদ শাহ আবদালির ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত। আশুতোষ গোয়ারিকর পরিচালিত এ ছবির প্রচারণায় কপিল শর্মা শোতে গিয়েছিলেন সঞ্জয়-কৃতি।

এদিকে, পার্বতী বাঈ চরিত্রটিকে শক্তিশালী বলে মনে করেন কৃতি শ্যানন। বার্তা সংস্থা আইএএনএসকে কৃতি বলেন, পরিচালক আশুতোষ গোয়ারিকর এমন একজন মানুষ, যিনি নারীকে দুর্বল হিসেবে উপস্থাপন করতে চান না। ঐতিহাসিক এ ছবিতে অভিনয় করে গর্ববোধ করেন কৃতি। ‘আপনি যদি এ ধরনের চরিত্রে অভিনয় করেন, নিশ্চিত গর্ববোধ করবেন,’ যোগ করেন কৃতি শ্যানন।

মারাঠা ও আফগানদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাত পানিপথের তৃতীয় যুদ্ধ হিসেবে স্বীকৃত, যা সংঘটিত হয়েছিল ১৭৬১ সালে। এ ছবিতে আরো অভিনয় করেছেন অর্জুন কাপুর, জিনাত আমান, পদ্মিনী কোলাপুরি ও সুহাসিনী মুলয়। ৬ ডিসেম্বর বড়পর্দায় উঠবে ছবি

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST