খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারকে তো নিশ্চয়ই চেনেন। মালয়ালম ছবি ‘ওরু আদর লাভ’-এ চোখ মেরে রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন প্রিয়া।
বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপুরও সেই চোখ মারা দেখে ট্যুইট করে বলেছিলেন আগে দেখলে নায়িকা করতেন তাকে।
জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছিল যে বিবিসি থেকেও তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। প্রিয়ার প্রথম ছবির টিজার মুক্তি পাওয়ার পর থেকেই ভাইরাল হয়ে যান অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন উইঙ্ক গার্ল।
সম্প্রতি ওরু আদর লাভ-এর সিনেম্যাটোগ্রাফার সিনু সিদ্ধার্থের সঙ্গে প্রিয়ার আরেকটি ভিডিও নজর কেড়েছে দর্শকের।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে একে অপরকে চুমু খাচ্ছেন সিনু ও প্রিয়া। তবে সেখানেই রয়েছে চমক।
শেষ পর্যন্ত চুমু না খেয়ে অবশ্য হাতে ধরে থাকা পানির বোতলে চুমুক দিয়েছেন সিনু!
সূত্র: ইন্ডিয়া টুডে
খবর২৪ঘণ্টা, জেএন