1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মোহুলকে শেষ করতে হাত মেলালো রোদ্দুর-অনুরূপ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

মোহুলকে শেষ করতে হাত মেলালো রোদ্দুর-অনুরূপ

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: মাঝে দাঁড়িয়ে মোহুল৷ একপাশে রোদ্দুর আরেক পাশে অনুরূপ৷ দু’জনে মিলে গলা টিপছেন মোহুলের৷ অনুরূপযে মোহুলের শত্রুপক্ষে এ তো জানা কথা, কিন্তু কবে থেকে রোদ্দুরও সেই দলে ঢুকল? না! এতটাও সিরিয়াস নয় বিষয়টা৷ ‘ফাগুন বউ’র ধারাবাহিকের বিহাইন্ড দ্য সিনসে কী কাণ্ড কারখানা চলে সেটাই পোস্ট করেছেন ঐন্দ্রিলা৷

সিরিয়ালের সেটে ফ্রি টাইমে কী করেন অভিনেতা অভিনেত্রীরা, তাঁরই ঝলক এখন সাইবারদুনিয়ায় ভাইরাল৷ রোদ্দুর-মোহুল-অনুরূপের যতই সমস্যা হোক না কেন বাস্তবে বিক্রম-ঐন্দ্রিলা-কৌশিক একে অপরের খুব ভালো বন্ধু৷


এই ছবি অনেক ভক্তরাও জিজ্ঞেস করেছে, সিরিয়ালে সেটে যে কী মজা হয় তা এই ছবি দেখে বোঝাই যাচ্ছে৷ কিন্তু তাদের আরও দাবি, একটা ছবি নয়, বেশ কয়েকটা ছবি অ্যালবাম হিসেবে না পেলে তাদের মন ভরে না৷

আপাতত ‘ফাগুন বউ’তে মোহুলের কম্পিটিশন জেতা নিয়ে চলছে সমস্যা৷ মোহুল, রোদ্দুরকে জানায় যে সকলে ভাবছে মোহুলের জেতার পেছনে এক অন্য রহস্য রয়েছে৷ লোকে বলছে রোদ্দুর, বিচারকদের টাকা দিয়েছিল, মোহুলের নাম প্রতিযোগীতায় আনানোর জন্য৷

স্বাভাবিকভাবেই রোদ্দুর এসব শুনে টেনসড হয়ে যায়৷ অন্যদিকে অনুরূপের চক্রান্তের বিষয় মোহুলকে সতর্ক করে দেয় রোদ্দুর৷ এছাড়া নতুন এক চরিত্রের সূচনা হতে চলেছে৷ বাড়িতে আসছে গুলমোহর৷

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST