1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সাহস থাকলে একবার ঘুরে আসুন ‘ফ্ল্যাট নং ৬০৯’ থেকে - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৩ মে ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

সাহস থাকলে একবার ঘুরে আসুন ‘ফ্ল্যাট নং ৬০৯’ থেকে

  • প্রকাশের সময় : বুধবার, ৮ আগস্ট, ২০১৮

বিনোদন,ডেস্ক: কিছুদিন আগেই টলিপাড়ার ব্রেকিং গসিপ ছিল একসঙ্গে থাকছেন আবির ও তনুশ্রী। আর সেই ফ্ল্যাটের নেমপ্লেট কিছুদিন আগে নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ারও করেছেন তনুশ্রী। তবে খারাপ কিছু মন্তব্য করার আগে জানিয়ে রাখি, কোনও প্রেমের সম্পর্ক নয়!

অরিন্দম ভট্টাচার্যের আগামী ছবি ‘ফ্ল্যাট নং ৬০৯’-শ্যুটিং চলাকালীন একসঙ্গে থাকছেন তাঁরা। যেখানে ফ্ল্যাটের নেমপ্লেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন আবির। আর বুধবার হয়ে গেল বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার লঞ্চ। উপস্থিত ছিলেন মমতা শঙ্কর, আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, পূজারিণী।

আবির জানিয়েছেন ”এই ছবির নেপথ্যে এমন কিছু বিষয় তুলে ধরা হবে যা সত্যি নতুন। হরর এবং থ্রিলারের সংমিশ্রণে বানানো হয়েছে ‘ফ্ল্যাট নং ৬০৯’। আমি এই বাড়ির বাসিন্দা ছিলাম। আর এই বাড়িতে বাকিরা প্রবেশ করেও খুব ভালো লাগবে৷” তনুশ্রী জানিয়েছেন,”ভুতের ছবি বললে ভুল হবে, এই ছবিতে হরর, রোম্যান্স, থ্রিলার সব আছে। অন্য ধরনের ছবি৷ দর্শক পুরো ছবিটাই এনজয় করবে৷”

মমতা শঙ্করের কথায়, ‘‘এই ছবির এমন কিছু দৃশ্য রয়েছে যা দেখে আমি নিজেই ভয় পেয়েছি, এবং আমার লুক এমন ভাবে চেঞ্জ করা হয়েছে যে আমি নিজেই অবাক। তাই দর্শক এরও খুবই ভালো লাগবে আশা করছি৷” পূজারিণী জানিয়েছেন, ”এই ছবির গতানুগতিক বাংলা ভূতের ছবি থেকে একেবারেই আলাদা। কারণ এই ছবির পুরোটা জুড়েই রয়েছে থ্রিলার এবং টানটান উত্তেজনা তাই দর্শকদের এক মুহূর্ত বোর লাগবে না৷”

প্রসঙ্গত,‘অন্তর্লীন’-এর পর এটা অরিন্দমের দ্বিতীয় ছবি। কাহিনি অনুযায়ী, নববিবাহিত এক দম্পতি রাজারহাটে ফ্ল্যাট খুঁজতে বেরিয়েছেন। এক মাতব্বর ব্রোকারের পাল্লায় পড়েন তাঁরা। বাজেট অনুযায়ী ফ্ল্যাট পছন্দও হয়।কিন্তু অদ্ভুত কিছু শর্ত মেনে নিতে হয় দম্পতিকে। কখনও একটা দরজা বন্ধ করে রাখার শর্ত।

কখনও বা পরিচারিকা জানিয়ে দেয়, ওই ফ্ল্যাটে দুপুরের পর আর সে কাজ করতে পারবে না। প্রতিবেশীদের সঙ্গে একে একে আলাপের পর ওই দম্পতি বুঝতে পারেন তাঁদের আচরণও কিছু ক্ষেত্রে অসংলগ্ন। কিন্তু সমস্যাটা ঠিক কোথায়? উত্তর লুকিয়ে রয়েছে ছবির ক্লাইম্যাক্সে। সুতরাং আগাগোড়া রহস্যে মোড়া এই কাহিনি।আবির-তনুশ্রী ছাড়াও এই ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শংকর, খরাজ মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষকে।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST