বিনোদন,ডেস্ক : রাস্তার মাঝে এ কী কাণ্ড ঘটালেন আনন্দ! লজ্জায় লাল সোনম। বলিউডের উন্মাদ নায়ক বলতে রণবীর সিংহের নামটাই প্রথমে মাথায় আসে। কিন্তু পাগলামিতে তাঁকে টেক্কা দিচ্ছেন অন্য একজন। তিনি বি-টাউনের নায়ক না হয়েও এই দুনিয়ার সঙ্গে জুড়ে গিয়েছেন। তিনি হলেন আনন্দ আহুজা।
বিনোদন,ডেস্ক: মাঝ রাস্তায়ই স্ত্রী সোনম কপূরের সঙ্গে যে কাণ্ড ঘটালেন, তা-ই এখন নেটিজেনদের কাছে সবথেকে চর্চিত বিষয়। এমনিতেই সেলেবদের আশপাশে সব সময়েই পাপারাৎজিরা ক্যামেরা তাক করে থাকেন। সেই ভাবেই এই আনন্দের এই অদ্ভুত কীর্তি ধরা পড়ে গেল তাঁদের ক্যামেরায়।
বলিউডের উন্মাদ নায়ক বলতে রণবীর সিংহের নামটাই প্রথমে মাথায় আসে। কিন্তু পাগলামিতে তাঁকে টেক্কা দিচ্ছেন অন্য একজন। তিনি বি-টাউনের নায়ক না হয়েও এই দুনিয়ার সঙ্গে জুড়ে গিয়েছেন। তিনি হলেন আনন্দ আহুজা।
মাঝ রাস্তায়ই স্ত্রী সোনম কপূরের সঙ্গে যে কাণ্ড ঘটালেন, তা-ই এখন নেটিজেনদের কাছে সবথেকে চর্চিত বিষয়। এমনিতেই সেলেবদের আশপাশে সব সময়েই পাপারাৎজিরা ক্যামেরা তাক করে থাকেন। সেই ভাবেই এই আনন্দের এই অদ্ভুত কীর্তি ধরা পড়ে গেল তাঁদের ক্যামেরায়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন