1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বোনকে নিয়ে নিকের সঙ্গে গোয়ায় প্রিয়াঙ্কা, সমানে এলো মস্তির ভিডিও - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

বোনকে নিয়ে নিকের সঙ্গে গোয়ায় প্রিয়াঙ্কা, সমানে এলো মস্তির ভিডিও

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা, বিনোদন: হবু শাশুড়ির সঙ্গে ডিনার থেকে শুরু করে শালিকার সঙ্গে মস্তি চুটিয়ে সব কিছুর মজা নিচ্ছেন নিক। মধু চোপড়ার সঙ্গে নৈশভোজের পর এবার সামনে এসেছে একটি ভিডিও। যেখানে পরিণীতি ও প্রিয়াঙ্কা দু’বোন মেতেছে বর্ষার আমেজে। কারণ ব্যাকগ্রাউন্ডে বাজছে টিপ টিপ বরসা পানি। শুধু বোনেদের ভিডিও নয়! সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে তাঁদের এক সঙ্গে লাঞ্চ করার ছবিও।

হাতে আর বেশি দিন নেই নিকের। চলে যেতে হবে আমেরিকা। তার আগে সবার সঙ্গে সেরে ফেলেছেন সাক্ষাৎ। সম্প্রতি নিকের সঙ্গে ডিনারে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন মা মধু চোপড়াও। ডিনার থেকে ফেরার সময় ক্যামেরা ঘিরে ধরে দু’জনকে। স্বাভাবিকভাবেই মা’য়ের কাছে জিজ্ঞাসা করা হয় প্রিয়াঙ্কা-নিকের সম্পর্ক নিয়ে। যার উত্তর অনেকটা তিনি, ‘ধরি মাছ না ছুঁই পানি’ গোছের দিয়েছেন। শুধু বলেন, “আমরা শুধু ডিনারে গিয়েছিলাম। নিক সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু আমাদের গ্রুপ ছিল অনেক বড়। ওখানে প্রায় ১০ জন ছিলেন। আমি নিককে ভালভাবে চেনার সুযোগই পাইনি।” তবে আর মেয়ের সো-কলড বয়ফ্রেন্ড সম্পর্কে তাঁর মত, “আমি তো ওর সঙ্গে প্রথমবার দেখা করলাম। মতামত জানানোর ক্ষেত্রে এটি খুব বেশি তাড়াতাড়ি হয়ে যাবে।”

https://www.instagram.com/p/Bkcp_VVgyNk/?taken-by=parineetichopra

তবে ক্যামেরায় ধরা পড়েছে প্রিয়াঙ্কাকে আগলে রাখছে নিক। এমনকী প্রিয়াঙ্কার কোমরে হাত দিয়ে তাঁকে আড়াল করতেও দেখা গিয়েছে নিককে। ওই ভিড়ের মধ্যে নিক ও প্রিয়াঙ্কাকে একবার হাত ধরতেও দেখা গিয়েছিল। সবই বলছে বন্ধু নয়। বন্ধুর থেকে এসম্পর্ক অনেক বেশি। এই মাসের গোড়ার দিকে নিউ জার্সির অ্যাটলান্টিস সিটিতে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন নিক। সেখানে নিকের সঙ্গে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে সমগ্র জোনাস পরিবারের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা। তাঁদের মধ্যে কথাও হয়। নিকের দাদা কেভিন জোনাস প্রিয়াঙ্কাকে “অসাধারণ” বলে মন্তব্য করেছেন। শোনা গিয়েছে, নিক নাকি প্রিয়াঙ্কার সঙ্গে একটি ছবি করার ইচ্ছা প্রকাশ করেছেন। এত কিছু পর হলিউড ও বলিউডে যে প্রেমের গুঞ্জন উঠবে, সেটাই তো স্বাভাবিক।

এদিকে, বলিউড হলিউড পেরিয়ে এবার বাংলায় নিজের ছাপ ফেলতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাও আবার বিশ্বকবি রবীন্দ্রনাথের মাধ্যমেই এই যোগাযোগ ঘটবে বলে জানা গিয়েছে। কবিগুরু জীবনের প্রথম প্রেম নিয়ে তৈরি হচ্ছে ছবি ‘নলিনী’। ছবিটি বাংলা ও মারাঠি ভাষায় মুক্তি পাবে। আর এই ছবিরই প্রযোজনা করবেন প্রিয়াঙ্কা চোপড়া।

খবর২৪ঘণ্টা,কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST