খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: ‘রেস ৩’ মুক্তি পেয়ে গিয়েছে। ফেসবুক জুড়ে ট্রলিং চললেও বক্স অফিসে বাজিমাত করেছে সলমন খানের ‘রেস ৩’। এরই মধ্যে ছবিটি বক্স অফিসে প্রায় ১৫০ কোটির ব্যবসা করেছে। কিন্তু এই লাভের ভাগীদার হওয়ার দাবি করেছেন রাখি সবন্ত ও ‘বিগ বস’ খ্যাত আরশি খান।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আরশি ও রাখি দু’জনেই সালমানের কাছ থেকে পাঁচ কোটি টাকা দাবি করছেন।
সংবাদমাধ্যমের কাছে আরশি জানান, ‘‘আমি সলমনের থেকে ৫ কোটি টাকা চাই কারণ ‘রেস ৩’-র জন্য অনেক প্রচার করেছি। এইটুকু আমার প্রাপ্য।’’
আরশি এই দাবি করার কিছুক্ষণের মধ্যেই গলা মেলান রাখিও। তিনিও ৫ কোটি টাকা দাবি করেন। এমনকী, সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, ‘‘সলমন এত টাকা নিয়ে কী করবেন? আপনি (সলমন) কি কবরেও এত টাকা নিয়ে যাবেন?’’
তবে সলমন খান এখনও এই বিষয়ে মুখ খোলেননি। শেষ পর্যন্ত সল্লু ভাই আরশি ও রাখির হাতে ৫ কোটি টাকা তুলে দেন কি না সেটাই এখন দেখার।
খবর২৪ঘণ্টা.কম/নজ