1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
কোন জায়গায় গিয়ে এতো খুশি দেবের বাগদত্তা? - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

কোন জায়গায় গিয়ে এতো খুশি দেবের বাগদত্তা?

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছিলেন নায়িকা৷ কখনও খেলার মুডে, তো কখনও খাওয়া-দাওয়া৷ আবার কখনও দেবের সঙ্গে একই রঙের জামা পরে পার্টিতে মজেছিলেন রুক্মিনী৷ যেদিন থেকে উজবেকিস্তানে ‘হইচই আনলিমিটেড’র জন্য গিয়েছেন, তবে থেকেই ম্যাডামের মেজাজ বেশ ভালো হয়ে রয়েছে৷

উজবেকিস্তানে ছবির শ্যুটিং শেষ গিয়েছে৷ কিন্তু অভিনেত্রীর মন পড়ে রয়েছে সেই উজবেকিস্তানে৷ হওয়ারই কথা৷ ছবিতে তিনি নেই ঠিকই তবে রুক্মিনী কয়েকদিনের মধ্যেই উজবেকিস্তানকে নিজের শহর বানিয়ে ফেলেছিলেন৷ দেবের ছবির প্রযোজনার কিছু কাজ সামলাতেই গিয়েছিলেন সেখানে তবে কাজের ফাঁকে উজবেকিস্তান এক্সপ্লোর করার কোনও সুযোগ ছাড়েননি তিনি৷ সম্প্রতি একটি লাফানোর ছবি পোস্ট করেছিলেন৷ ক্যাপশনে লিখেছিলেন

এর মানে উজবেকিস্তান তোমায় উড়তে সাহায্য করে৷ জায়গাটা যে নায়িকার বেশ মনে ধরেছে তা বোঝাই যাচ্ছে৷ নয়তো সেখানকার পোশাক আশাক, খাবার দাবার, কালচার, আদব কায়দা সব রপ্ত করে নিয়েছেন রুক্মিনী৷ সোশ্যাল মিডিয়ার ডার্লিং বলতে যা বোঝায় রুক্মিনী হলেন তাই৷ যাই ছবি পোস্ট করেন তাই ভাইরাল হয়ে যায়৷ কয়েক দিন আগে উজবেকিস্তানের ব়্যাপ আপ পার্টির কিছু ছবি সামনে এসেছিল৷ যেখানে তাঁকে এবং দেবকে একই রঙের জামা পরে দেখা যায়৷ সেই নিয়ে হইচই পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়৷

ছবির চিত্রনাট্য অনুযায়ী এই ছবিতে এক বড় শিল্পপতির ঘরজামাই উত্তীয় (দেব)। তাঁর স্ত্রী (কৌশানি) সমসময় পুজোপাঠ নিয়ে ব্যস্ত থাকেন। যা উত্তীয়র জীবনের সব থেকে বড় সমস্যা। যেমন প্রোমোটার বিজনের (খরাজ) জীবন তাঁর দুই স্ত্রীকে নিয়ে সমস্যায় জর্জরিত। আসলে বিজনের দু’বউ। কনীনিকা বন্দোপাধ্যায় ও মানসী সিনহা।

অথচ কেউ কারও কথা জানে না! তাই সারাক্ষণ বিজনের একটি ভয় কাজ করে, পাছে তাঁর এক বউ অন্য বউয়ের অস্তিতের কথা টের পেরে যায়। এদিকে অবিবাহিত হয়েও রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদারের (শাশ্বত) জীবনে শান্তি নেই। কারণ সুদীপ্তা চক্রবর্তী। সে এছবির গুন্ডা। এনি প্রায়ই অনিমেষকে হুমকি দেয় বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য। অন্যদিকে বউয়ের জন্য মনে শান্তি নেই গ্যারাজ মেকানিক আজমল খানের (অর্ণ)। কারণ অভিনত্রী হতে চাওয়া তার বউ (রোজা পারমিতা) মনে করে, এই কালিঝুলি মাখা মানুষটি তার বর হওয়ার যোগ্য নয়।

সুতরাং কারও মনেই শান্তি নেই। তাই শান্তির খোঁজে তারা সবাই উজবেকিস্তানে ঘুরতে যায়। সেখানে গিয়ে তাদের একে-অপরের সঙ্গে আলাপ হয়। এই সরফে তাদের গাইড ললিতা ঝুরঝুরোস্কির (পূজা বন্দ্যোপাধ্যায়)। বিদেশে ঘুরতে গিয়ে ঘটনাচক্রে তৈরি হয় এমন সমস্যা, যা রীতিমতো হইচই বাধিয়ে দেয় তাদের জীবনে। সেটা কী? উত্তর মিলবে ছবির পর্দায়। এবার পুজোর অ্যাকশন, রোম্যান্স, কমেডিতে ‘হইচই’ ফেলে দেবে বাঙালির বিনোদনের বক্স। দেবের প্রযোজনা সংস্থার প্রতিটি ছবিই হিট৷ এবার দেখার বিষয় ‘হইচই আনলিমিটেড’ বক্স অফিসে কতটা কামাল দেখায়৷

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST