1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘সানি যা পারে আমি তা করতে পারব না’, বিস্ফোরক রাখি - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

‘সানি যা পারে আমি তা করতে পারব না’, বিস্ফোরক রাখি

  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্কমনে যা আছে সেটা মুখে আনতে এক মুহূর্তও সময় নেন না রাখি সাওয়ান্ত৷ সোজাসাপটা কথা বলা, বেফাঁস মন্তব্য করা, বিভিন্ন অদ্ভুত অবতারে ক্যামেরার সামনে আসা৷ এগুলো রাখির কাছে একেবারেই কঠিন নয়৷ মিডিয়া তাঁকে কভার করতে গেলে কখনও খালি হাতে ফেরেনি৷ কেবল মিডিয়া নয়, নেটিজেনদের মনোরঞ্জনেও তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক কথাবর্তা নিয়ে প্রায়ই হাজির হন৷ খবরের শিরোনামে রাখি সাওয়ান্তের নাম থাকবে, আর সেখানে কন্ট্রোভার্সি শব্দটা থাকবে না, তা তো হয় না৷ রাখি এবং কন্ট্রোভার্সি দুটো শব্দ একে অপরের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত৷ এবারে রাখির নাম খবরে উঠে এলো সানি লিওনের দৌলতে৷ সানিকে নিয়ে একটি ভিডিওতে রাখি এমন কিছু কথা বলেছেন যা রীতিমত ভাইরাল৷

সম্প্রতি রাখি তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে একটি রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিলেন৷ সেখানে তাঁর সঙ্গে কেআরকে অর্থাৎ আরেক কন্ট্রোভার্সি কিং কামাল রাশিদ খানও উপস্থিত ছিলেন৷ রেস্টুরেন্টে গিয়ে তাঁরা ছবি তুলে পোস্টও করেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ সেখানকারই একটি ভিডিওতে রাখি এবং কেআরকে সানি লিওনের প্রসঙ্গ তোলেন৷

কেআরকে তাঁকে জিজ্ঞেস করেন, “বেশ কয়েকদিন ধরেই খবরে শুনছি তুমি নাকি সানি লিওনের কাছে ক্ষমা চেয়েছ? হঠাৎ কেন ক্ষমা চাইলে?” এর উত্তরে রাখি বলতে শুরু করলেন, “হ্যাঁ! একদম ঠিক শুনেছ যে আমি সানির কাছে ক্ষমা চেয়েছি৷ কারণ আমি বুঝতে পেরেছি, যেটা আমি করতে পারি সেটা ও পারবেনা৷ আর যেটা ও করতে পারে সেটা আমি পারব না৷” এই কথাটি বলার সময় রাখি একটা চিকেন ললিপপ হাতে ধরেছিলেন৷ কথাটি বলার পর ললিপপটাকে নিয়ে সানির সম্বন্ধে খারাপ মন্তব্য করেন কেআরকে৷

কেআরকে কথায় রাখি এবং বাকি বন্ধুবান্ধবরা হাসতে শুরু করলেন৷ মন্তব্যটি যে মোটেই ভাল ছিল না তার প্রমাণ এই ভিডিও৷ এর আগেও রাখি, সানিকে কটাক্ষ করে অনেক কথাই বলেছেন৷ সানিকে দেশছাড়া করবেন বলে উঠে পড়ে লেগেছিলেন একটা সময়৷ রাখির দাবি, “সানি কোথা থেকে এসেছে তা সবাই জানে৷ তারপরেও ওকে সবাই সিনেমায় সাইন করাচ্ছে কী করে জানি না৷ কী আছে ওর মধ্যে? না আছে রূপ না আছে গুণ৷ সবই তো প্লাস্টিক বিউটি৷ ওর এই দেশেই থাকা উচিত নয়৷”

যদিও সানি এ বিষয় নিজে থেকে কোনও মন্তব্যও কখনও করেননি৷ ইন্ডাস্ট্রিতে কেবল রাখি নয়, সেলিনা জেটলির সঙ্গেও সানির সমস্যা তৈরি হয়েছিল৷ একটা সময় সেলিনা জেটলি তাঁর পেন্টহাউজ অ্যাপার্টমেন্ট সানি এবং তাঁর স্বামী ড্যানিয়ালকে ভাড়া দেয়৷ কিন্তু কয়েক দিন পরই সেলিনা তাঁদের অ্যাপার্টমেন্টটি ছেড়ে দিতে বলে৷ সেলিনার দাবি, তাঁর দামী ফ্ল্যাটটি সানি এবং ড্যানিয়াল ভীষণই নোংরা করে রেখেছিল৷ এমনকি সেলিনা জিজ্ঞেস না করেই তাঁরা সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন ফ্ল্যাটে৷ বাথরুম, বেডরুম সবকিছুই নোংরা করার করাণেই সানি এবং তাঁর স্বামীকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হন সেলিনা৷

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST