1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ফের হেনস্তার শিকার মন্দিরা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

ফের হেনস্তার শিকার মন্দিরা

  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা, বিনোদনব্যক্তি স্বাধীনতায় ফের থাবা বসালেন ট্রোলাররা৷ বিকিনি পরায় ফের নেটিজেনদের হাতে হেনস্তা হতে হল অভিনেত্রী-সঞ্চালক মন্দিরা বেদিকে৷ যদিও তিনি অতীতে বহুবার ট্রোলড হয়েছেন এবং মুখের ওপর জবাবও দিয়েছেন৷ কিন্তু এতকিছুর পরেও কমেনি সাইবারবাসীদের উদ্ধত আচরণ৷

নায়িকা এখন পরিবারকে নিয়ে গ্রীসে ছুটি কাটাতে ব্যস্ত৷ সেখানে গিয়ে বিচেও ঘুরতে যান৷ স্বাভাবিকভাবেই সেখানে বিকিনি পরেই গিয়েছিলেন৷ নীল জলের সামনে দাড়িয়ে সেলফি তোলেন অভিনেত্রী৷ ছবিগুলি ইনস্ট্রাগ্রামে পোস্ট করা মাত্রই শুরু হয় ট্রোলিং৷ ঘন্টাখানেকের মধ্যেই কমেন্ট বক্সে অকথ্য ভাষায় গালিগালাজ আক্রমন শুরু করে অনেকেই৷ এতেই ক্ষান্ত হয়নি তাঁরা৷ নায়িকাকে ছবি ডিলিট করার হুমকিও দেয় অনেকে৷

যদিও এবারে তিনি চুপচাপ হজম করে নিলেন বিষয়টি৷ কিন্তু মাসখানেক আগেই একটি বেসরকারি টিভি চ্যানেলে এইধরণের ট্রোলিংয়ে তিনি মন্তব্য করেছিলেন৷ মন্দিরা ছাড়াও একাধিক অভিনেত্রীকে হেনস্থা করে নেটিজেনরা৷ তালিকায় রয়েছেন, হিনা খান, শিল্পা শিন্ডে, সামা সিকন্দর, কবিতা কৌশিকের মতো অভিনেত্রীরা৷ এদের মধ্যে কেউ মুখ খুলেছেন আবার কেউ নীরবেই বিষয়টি হজম করেছেন৷

তবে টেলি সুন্দরী কবিতা কৌশিক সম্প্রতি সওয়াল করেন ট্রোলারদের বিরুদ্ধে৷ একটি সাক্ষাৎকারে তিনি জানান, ” স্বল্প পোশাক পরলেই এদের কুৎসিত মন্তব্য করা শুরু হয়, আবার যখন সেই আমিই সালোয়ার কামিজ পরে ছবি পোস্ট করি তখন আবার তাঁরা ভালো কমেন্ট করেন৷ আমি একটা কথা বুঝি না পোশাক দিয়ে কি এরা মানুষের চরিত্র বিচার করেন?”

পাশাপাশি তিনি এও জানান যে এরপরে যদি তাঁর ছবি নিয়ে কোন রকমের কুরুচিকর মন্তব্য কেউ করেন তাহলে তার তথ্য ফাঁস করবেন তিনি নিজেই এবং সেই তথ্যগুলি পুলিশের হাতে তিনি স্বয়ং তুলে দেবেন৷ যদিও এতকিছুর পরে আদৌ প্রশাসন এই ট্রোলারদের বিরুদ্ধে ভবিষ্যতে কতটা পদক্ষেপ নিতে পারবে সেটাই দেখার৷

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST