1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রঙিন বিকিনিতে জলে ভিজলেন টলি নায়িকা, দেখুন ছবি - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:০১ অপরাহ্ন

রঙিন বিকিনিতে জলে ভিজলেন টলি নায়িকা, দেখুন ছবি

  • প্রকাশের সময় : বুধবার, ৯ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: টলিপাড়ায় অভিনেত্রীদের সাহসী ফটোশ্যুট এখন আর নতুন বিষয় নয়৷ ছোটপর্দা থেকে বড়পর্দা , সব অভিনেত্রীরাই নিজেদের বোল্ড অবতারের মেলে ধরতে সবসময়ই প্রস্তুত৷ এবার সেই তালিকায় নয়া সংযোজন কিন্তু টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা অর্থাৎ সকলের পরিচিত ‘দুষ্টু’৷ যদিও নয়া সংযোজন শব্দটা কিন্তু তাঁর ক্ষেত্রে একদম প্রযোজ্য নয়, কারণ এর আগেও তাঁর হট ওয়েট লুকে সাইবার দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি৷

সম্প্রতি ফের তাঁর ওয়েট বিকিনি লুকে মজেছেন সকলে৷ এই গরমে যখন শহরবাসী হাসফাঁস করছেন ঠিক সেই সময় তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি বাড়ালেন টেলিদুনিয়ার এই দুষ্টু মিষ্টি অভিনেত্রী৷ ইনস্টাগ্রামে এমনই এক ছবি আপলোড করলেন, যেখানে দেখা যাচ্ছিল রঙবেরঙের বিকিনি পরে ঠান্ডা নীল জলে খানিকটা স্বস্তিরই বিশ্রাম নিচ্ছেন তিনি৷

তবে ছবিটি যে লেটেস্ট তোলা নয়, তা অনেকেই জানতেন৷ এটি তাঁর থাইল্যান্ড ট্রিপের একটি ছবি৷ কিন্তু তাতে কি, ছবিটি আপলোড হওয়া মাত্রই নেটদুনিয়ায় যে ভাইরাল হবে তা স্বয়ং নায়িকাও যে জানতেন৷

আপাতত নায়িকা কিন্তু বেশ ব্যস্ত তাঁর ধারাবাহিকের শ্যুটিং নিয়ে৷ দীর্ঘদিন বাদে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিপরীতে জুটি বেঁধে ফিরেছেন এই টেলিডিভা৷ তবে এই দীর্ঘ বিরতিতে তাঁর ফ্যানবেস কিন্তু একচুলও কমেনি বরং বেড়েছে৷ তবে এতটা জোর দিয়ে বলার কিন্তু একটাই কারণ সেটা হল টিআরপি রেটিং৷ সেই রেটিং অনুযায়ী প্রথমস্থানে সিরিয়ালটি না থাকলেও কিন্তু বেশ ভালো জায়গাতেই রয়েছে ‘ফাগুন বৌ’৷

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST