গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান পরিচালনা করে তিন হাজার পিস ইয়াবা উদ্ধারসহ স্বামী-ন্ত্রীকে আটক করেছে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার বিকেল ৫ টার সময় গোদাগাড়ী উপজেলার স্কুলপাড়া ফরহাদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আকটকৃতরা হলো ফরহাদ পুর গ্রামের মৃত. রাজু লাল শেখের ছেলে সানারুল ওরফে সানু (৪৫) ও তার স্ত্রী রুমি আক্তার রুমালী বেগম (৪০)।
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা বিভাগের সহকারি পরিচালক মোঃ ইমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বিভাগীয় গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজলের নেতৃত্বে গত তিনদিন হতে আমারা আটককৃত সানুর বাড়ী নজর দারিতে রাখি । বুধবার বিকেলে তার নিজ বাড়ীতে প্রবেশ করে তল্লাসী চালিয়ে খাটের তোষকের নিচে এবং সানারুল ওরফে সানু ও তার স্ত্রী রুমা আক্তারী রুমালীর দেহ তল্লাসী চালিয়ে সবুজ পলেথিনের ১৫ টি প্যাকেটে মোড়ানো অবস্থান ৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার, মাদক বিক্রির ৪৫ হাজার টাকাসহ তাদের আটক করা হয়।
পরে রাত ৯ টায় গোদাগাড়ী মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে । গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) আলতাফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত সানারুল ওরফে সানু ও তার স্ত্রী রুমালী খাতুন দীর্ঘদিন হতেই এই ব্যবসায় করে আসছে । শুধু মাত্র এই ব্যবসায় করে একটি আলিশান ফ্ল্যাট বাড়ী, রাজশাহী শহরের ভেড়ী পাড়া এলাকায় ১২ কাঠা মাটি, বরেন্দ্র এলকায় ৪৫ বিঘা জমি, ১০ চাকার ৭-৮ টি ট্রাকসহ অনেক সম্পদের মালিক হয়েছে। কুখ্যাত এই মাদক সম্রাট দম্পতি আটক হওয়াতে জনপ্রতিনিধি, সামাজিক লোকসহ সাধারণ জনগণের মাঝে স্বস্থি বিরাজ করছে বলে জানা যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন বড় সফল অভিযানকে সাধুবাদ জানিয়ে এই অভিযান অব্যহত রাখার জন্য অনুরোধ জানান।
খবর২৪ঘণ্টা.কম/রখ