1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
লুকিয়ে লুকিয়ে কার সাথে ফোনে কথা বলছেন আলিয়া? - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

লুকিয়ে লুকিয়ে কার সাথে ফোনে কথা বলছেন আলিয়া?

  • প্রকাশের সময় : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: অন্ধকার ঘর, টেবিলের ওপর জ্বলছে ল্যাম্প, সামনেই রাখা পুরোন দিনের একটি টেলিফোন।টেলিফোনে রিং হতেই ফোনটা এসে ধড়ল আলিয়া ভাট৷ পরণে নীল বোরখা৷ চুপিচুপি ফোনের ওপারের ব্যক্তিকে বলছেন, “ওই পার থেকে কোন খবর এল?” তারপর একটু থেমে, এদিক ওদিক দেখে নিয়ে আরেকটু সতর্ক হয়ে আবারও বলতে শুরু করলেন, “পরশু সকালেই দেখা করব৷ হ্যাঁ, আমি রাজি!”

ফোন রেখেই মুখ ঢেলে বলে গেলেন৷ তারপরই স্ক্রীনে ফুটে উঠল কয়েকটি শব্দ, “জঅঅতও. ঞৎধরষবৎ ঙঁঃ ড়হ ১০ঃয অঢ়ৎরষ”. এবার সব স্পষ্ট৷

ইনস্টাগ্রামে এই ফোনে কথা বলার ভিডিওটি সম্প্রতি আপলোড করেছেন অভিনেত্রী৷ তাঁর আসন্ন ছবি ‘রাজি’ ছবির ট্রেলার রিলিজ করবে এই মাসের ১০ তারিখ৷ সিনেপ্রেমীদের কৌতূহল আরো এক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্যই এরং রহস্যে মোড়া একটি ক্লিপ আপলোড করলেন আলিয়া৷ নিঃসন্দেহে বলা যেতে পারে সফল হয়েছেন ছবির হিরোইন৷ এক ধাপ কেন, আরো অনেক ধাপ বেড়ে গেছে সকলের উত্তেজনা৷

খুবই অল্প বয়সে নিজের ভারসেট্যালিটি ফুটিয়ে তুলেছেন বারংবার৷ যতবারই স্ক্রীনে এসেছেন, দর্শকদের নিজের ভিন্ন অবতারে মুগ্ধ করেছেন৷ কমার্শিয়াল হোক বা নন-কমার্শিয়াল৷ সবেতেই সাবলিল আলিয়া৷

ফের অভিনব এক চরিত্রে নিজের অভিনয় দক্ষতায় মুগ্ধ করতে আসছেন ‘রাজি’ ছবির হাত ধরে৷ সঙ্গে থাকছেন আরেক অসাধারণ অভিনেতা ভিকি কৌশল৷ আলিয়া এক পাকিস্তানি গুপ্তচরের ভূমিকায় এবং ভিকি এক ভারতীয় আর্মি অফিসারের চরিত্রে৷

হাটকে প্রেম কাহিনীই হল সিনেমার গল্প৷ নতুন জুটি, বেশ আলাদা চিত্রনাট্য, অনুরাগীদের উৎসাহ আর আটকায় কে? ১০ ই এপ্রিল মুক্তি পাচ্ছে ট্রেলার৷ সেই অপেক্ষায় বসে ফ্যানরা৷ শ্যুটিং সময়মত শেষ হলে ‘রাজি’টি রিলিজ করবে ১১ মে৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST