1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
‘ভাবি’র সঙ্গে চার হাত এক করছেন মশহুর - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

‘ভাবি’র সঙ্গে চার হাত এক করছেন মশহুর

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: হাত মেলালেন অঙ্গুরি ভাবি ও মাশহুর গুলাটি৷ বুঝতে অসুবিধে হচ্ছে না নিশ্চয়, যে শিল্পা শিন্ডে এবং সুনীল গ্রোভারের কথা হচ্ছে? তবে কী বিষয় দুজনের পার্টনারশিপে নামলেন সেটা এবার খুলে বলতেই হয়৷ আসলে একটি ক্রিকেট কমেডি ডিজিটাল শো-তে দুই তারকাকে দেখা যাবে স্ক্রিন শেয়ার করতে৷

সুনীল গ্রোভারের সঙ্গে কপিল শর্মার বচসার রেশ কাটতে না কাটতেই ভাইরাল হল এই খবর৷ অনুরাগীমহলে সুনীল ও শিল্পা দুজনেরই কামব্যাক নিয়ে উত্তেজনা কম ছিল না৷ ভক্তরাও ব্যাকুল হয়েছিল কবে তাদের প্রিয় কমেডিয়ানরা টিভি স্ক্রিন হিট করবেন৷ অবশেষে পাওয়া গেল সুখবর৷ কামব্যাক করছেন এই দুই সেলেব, তাও আবার ডিজিটাল ওয়ার্ল্ডের হাত ধরে৷

সূত্রের খবর, ডিজিটাল শো-টি ক্রিকেট কমেডি নিয়ে৷ প্রীতি এবং নীতি সিমোয়েস রয়েছে প্রযোজনার দায়িত্বে৷ নির্মাতারা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ক্রিকেট আর কমেডি মিলিয়ে বেশ ইউনিক কম্বিনেশন তৈরি হতে চলেছে সচরাচর যা কমেডি শোয়ে দেখা যায় না৷

শিল্পা এবং সুনীল থাকবেন কমেন্টেটার্সের ভূমিকায়৷ তাঁদের আলোচনার টপিক হবে আইপিএল ম্যাচ, একস্ট্রা ইনিংস৷ তবে এক্কেবারে মজা আর এন্টারটেনিং স্টাইলে৷ মশহুর গুলাটির ভারসিট্যালিটি আর অঙ্গুরি ভাবির কমিক টাইমিং এই ডিজিটাল কমেডি শো কে কতটা ইন্টারেস্টিং করে তুলবে তা তো আর বলার অপেক্ষা রাখে না৷ উত্তেজনার পারদ গরম হচ্ছে ধীরে ধীরে! এখন কেবল অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের যেদিন শোয়ের ফার্স্ট লুক মুক্তি পাবে৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST