1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
স্থায়ী ভাবে RK ট্যাটু মুছে ফেললেন দীপিকা? - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

স্থায়ী ভাবে RK ট্যাটু মুছে ফেললেন দীপিকা?

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: এক সময় বলিউডের কাসানোভা বয় রণবীর কাপুরের প্রেমে হাবুডুবু খেতেন দীপিকা পাডুকোন৷ প্রেম এতটাই গভীর ছিল যে বয়ফ্রেন্ডের নামে ঘাড়ের কাছে একটি ট্যাটুও করান তিনি৷ দু’জনের সম্পর্কের মতো সেই ট্যাটুও খুব জনপ্রিয় হয়৷ কিন্তু সেই প্রেম বেশিদিন টিকল না৷ ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান রণবীর৷ বিচ্ছেদ ঘটে রণবীর-দীপিকার৷

তবে সম্পর্ক ভাঙলেও ট্যাটু সরাননি দীপিকা৷ সম্পর্কের স্মৃতি টুকুই বয়ে বেড়াচ্ছিল সেই ট্যাটু৷ এরপর তাঁর জীবনে আসেন রণবীর সিং৷ তারপরেও ট্যাটু সরাননি তিনি৷ মাঝে মধ্যে বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় ট্যাটু না দেখতে পেয়ে অনেকেই ভেবেছিলেন এবার বোধহয় ঘাড় থেকে রণবীরকে ঝেড়ে ফেলেছেন নায়িকা৷ কিন্তু পরে জানা যায় ফটোশপের কারসাজিতে ঢেকে দেওয়া হয়েছে ট্যাটুকে৷

আরও একবার সেই ট্যাটুর কারণে খবরের শিরোনামে দীপিকা৷ এদিন মুম্বই থেকে হায়দরাবাদ উড়ে যান পদ্মাবতের নায়িকা৷ মুম্বই এয়ারপোর্টে তাকে ধুসর টপ ও সাদা ট্রাউজারে দেখা গিয়েছে৷ এয়ারপোর্টে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে দীপিকার ঘাড়ে ব্যান্ডেজ বাধা৷ এরপরই গুঞ্জন শুরু হয়৷ তবে কি স্থায়ী ভাবে ট্যাটু মুছে ফেললেন দীপিকা? যদিও এব্যাপারে স্পিকটি নট তিনি৷ ক্যামেরায় পোজ দিয়ে সোজা ঢুকে যান এয়ারপোর্টে৷

তবে ট্যাটু ছাড়া হোক কিংবা ট্যাটু সমেত, দীপিকা সবসময়েই অনবদ্য৷ এদিনও তাকে অনবদ্যই লাগছিল৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST