1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
'বিরুষ্কার' অনুসরণে গোপনে বিয়ে সারতে বিদেশে চললেন দীপবীর! - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২২ জানয়ারী ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

‘বিরুষ্কার’ অনুসরণে গোপনে বিয়ে সারতে বিদেশে চললেন দীপবীর!

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্ুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: সকলের অলক্ষে রূপকথার মতো বিয়ে সারতে ‘চোরি ছুপকে’ ইতালিতে উড়ে গিয়েছিলেন বিরুষ্কা। মুম্বই বিমানবন্দরে থেকে যখন বিরাট ও অনুষ্কা একে অপরের পরিবারের সঙ্গে ইতালিতে উড়ে যান, তখন কেউ টেরই পাননি যে তাঁরা বিয়ে করতে যাচ্ছেন। তাঁদের বিয়ের খবর শুধুই ছিল অনুমান। তবে লাভ বার্ডের বিয়ের খবর, ও ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। তবে বিরুষ্কার পর বিয়ে নিয়ে এখন সবথেকে বেশি যে লাভ বার্ড আলোচনায় রয়েছে তাঁরা হল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

বি-টাউনে জোর গুঞ্জন এবছরেই নাকি সাত পাকে বাধা পড়বেন ‘দীপবীর’। সম্প্রতি, দীপিকার জন্মদিন সেলিব্রেট করতে শ্রীলঙ্কা উড়ে যান দিপ্পি, বীর। তাঁদের সঙ্গে গিয়েছিলেন রণবীরের পরিবারও। জন্মদিনে হবু বৌমাকে সব্যসাচী ডিজাইন করা শাড়ি ও হীরের গয়না দিয়েছন রণবীরের বাবা-মা। শোনা যাচ্ছে দীপিকা-রণবীর নাকি সেখানেই বাগদানও সেরে ফেলেছেন। যদিও দীপিকা একথা অস্বীকার করেছেন। তবুও গুঞ্জন থামেনি।

ইন্ডিয়া ডট কম সূত্রে খবর, এবছরের মাঝামাঝি করেই বিয়েটা সেরেই ফেলবেন দীপিকা ও রণবীর। ইতিমধ্যেই তাঁরা নাকি তার তোরজোড়ও শুুরু করে দিয়েছেন। শোনা যাচ্ছে জোর কদমে চলছে কেনাকাটাও। তবে এদেশে নয়, সকলের নজর এড়াতে বিরুষ্কার মত বিদেশে কোনও গোপন জায়গাতেই তাঁরা নাকি বিয়ের আয়োজন করছেন। বিরুষ্কার মত চূড়ান্ত গোপনীতায় বজায় রেখেই চলছে তার তোরজোড়। দীপিকা ও রণবীর দুজনেই সমুদ্র ভালোবাসেন, তাই সকলের অনুমান সেধরণের কোনও জায়গাতেই তাঁদের স্বপ্নের বিয়ে সারবেন এই লাভ বার্ড। সেখানে উপস্থিত থাকবেন দুজনের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা।

তবে কী সেই জায়গায়? এই প্রশ্নের উত্তরই এখন সকলে খুঁজছেন।

তবে বিদেশে বিয়ে করলেও বিরুষ্কার পথ অনুসরণ করেই তাঁরা নাকি মুম্বই এবং বেঙ্গালুরুতে রিসেপশন পার্টিরও আয়োজন করবেন বলে শোনা যাচ্ছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST