ঢাকাশুক্রবার , ২ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

৩ জুন শপথ নেবেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
জুন ২, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ৩ জুন তারিখে শপথ নেবেন। শনিবার তুর্কি সংসদে তিনি শপথ নেবেন বলে জানিয়েছেন দেশটির গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক প্রধান কর্মকর্তা।

বৃহস্পতিবার ২৪-টিভির সঙ্গে কথা বলার সময় ফাহরেটিন আলতুন বলেন, ‘প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একই দিনে তার নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন।থ

তিনি জানান, ‘শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এরদোয়ান দেশটির আনিতকবীর অঞ্চলে গিয়ে আতাতুর্কের সমাধিস্থল পরিদর্শন করবেন। তুর্কি প্রেসিডেন্ট তার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানকারী রাষ্ট্রপ্রধানদের জন্য একটি নৈশভোজেরও আয়োজন করবেন।থ

ফাহরেটিন আলতুন বলেন, ওই রাতেই প্রেসিডেন্ট এরদোয়ান তার নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন।

তিনি তুরস্কের নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে পক্ষ নেওয়ার জন্য অভিযুক্ত করে বলেছেন, টুইটার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্বার্থ পরিবেশন করে থাকে।

উল্লেখ্য, তুরস্কের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে জিতেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রথম দফা ভোটেও তিনি এগিয়ে ছিলেন। বিভিন্ন বিদেশি পরিসংখ্যান ও সমীক্ষাকে ভুল প্রমাণ করে তিনি আবারও তুরস্কের মসনদে আসীন হন।

এ বিষয়ে এরদোয়ানের দল একে পার্টির মুখপাত্র জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের ফলাফলে দেখা যাচ্ছে যে রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি জনগণের দৃঢ় সমর্থন আছে।থ

আনাদোলু এজেন্সি জানিয়েছে, মোট ভোটের ৫২. ১৮ শতাংশ পেয়েছেন এরদোয়ান। অপরদিকে তার প্রধান প্রতিপক্ষ কামাল কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৭.৮২ শতাংশ ভোট। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।