সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২০
আজকের সর্বশেষ সবখবর

হিজড়াদের জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

khobor
জানুয়ারি ১৩, ২০২০ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজশাহী মহানগরীতে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে রাজশাহী শিশু একাডেমী মিলনায়তনে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক প্রধান অতিথি থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম ও রাজশাহী মহানগর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিন আক্তার রেনি। এতে সভাপতিত্ব করেন রাজশাহী সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসিনা মমতাজ। কর্মসূচিতে রাজশাহীর হিজড়া জনগোষ্ঠী অংশগ্রহণ করছেন। বক্তারা বলেন, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যাতে হিজড়ারা নিজেরাও স্বাবলম্বী ও ভালোভাবে বেঁচে থাকতে পারেন। তার অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেখান থেকে শিক্ষা নিয়ে হিজড়ারা আরো ভালো জীবন যাপন করতে পারবে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।