সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ৯ এপ্রিল ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

হত্যার উদ্দেশ্য ছিল আন্দোলনকারীদের: ঢাবি উপাচার্য

R khan
এপ্রিল ৯, ২০১৮ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, অনেক আন্দোলন দেখেছি। কিন্তু এমন তাণ্ডব দেখিনি। হত্যার উদ্দেশ্যই ছিল হয়ত। নইলে বেডরুমে ঘুমন্ত মানুষগুলোর ওপরে এভাবে হামলা হতে পারে না।

সোমবার সকাল পৌনে দশটার দিকে উপাচার্যের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

রোববার কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা আন্দোলন করেন। এরপর দিবাগত রাত দেড়টায় ভিসির বাস ভবনের সামনে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় তারা বাস ভবনের শোয়ার ঘর থেকে বাথরুম, রান্নাঘরসহ সবখানে ভাঙচুর চালায়। বাস ভবনের সামনে থাকা গাড়িতে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ দৃশ দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপাচার্যের বলেন, হামলাকারীরা ছাত্র হতে পারে না। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। মুখোশধারী-বহিরাগত।

তিনি বলেন, কোটা সংস্কার সম্পূর্ণ সরকারের এখতিয়ার। আমার এখানে কিই-বা করার আছে। এই ঘটনার দুঃখ জানানোর ভাষা নেই।

আন্দোলনকারী বলছেন, ক্যাম্পাসে গুলি কেন করা হলো, পুলিশ ক্যাম্পাসে কেন? এটা জানতে চান উপাচার্যের কাছে। তারা বলেন, ক্যাম্পাসে গুলি করার সময় উপাচার্য ছিলেন নিশ্চুপ।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।